Orry Booked By Jammu-Kashmir Police For Consuming Alcohol At Mata Vaishnodevi (Photo Credits: X)

সোশ্যাল মিডিয়া তারকা ওরহান আওয়াত্রামনি ওরফে ওরির (Orry) বিরুদ্ধে জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir) দায়ের হল এফআইআর। মাতা বৈষ্ণো দেবী মন্দির (Mata Vaishno Devi) দর্শনে গিয়ে কাটরায় (Katra) স্থানীয় আইন লঙ্ঘন করে হোটেলে মদ্যপান করার অভিযোগ উঠেছে ওরি-সহ আরও সাতজনের বিরুদ্ধে।

জম্মু কাশ্মীরে কাটরা থেকে ত্রিকুটা পাহাড়ের পবিত্র গুহা পর্যন্ত ১২ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত গ্রাম এবং হোটেলগুলোতে মদ এবং আমিষ খাবার বিক্রি, রাখা এবং সেবনের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে এই নিষেধাজ্ঞা জারি করেছেন কাটরার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট পীযূষ ধোত্রা। স্থানীয় প্রশাসনের সেই নিষেধাজ্ঞা অমান্য করে কাটরার হোটেলে বসে জমিয়ে মদ, মাংস দিয়ে রাতভর পার্টি চলল। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ারও করলেন ওরি। ব্যস তারপরেই আইনি ফ্যাসাদে পড়লেন 'ইনফ্লুয়েন্সার'।

 আইনি ফ্যাসাদে ওরিঃ

কাটরা মাতা বৈষ্ণো দেবীর ভক্তদের জন্য একটি শ্রদ্ধেয় তীর্থস্থান হিসাবে মর্যাদা পায়। ফলে কাটরার কোন হোটেলে মদ, মাংস পরিবেশন এবং সেবনের উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। ১৫ মার্চ শনিবার মাতা বৈষ্ণো দেবী দর্শনে গিয়ে কাটরার হোটেলে বসে মদ্যপানের অভিযোগে ওরি এবং তাঁর সাত সফর সঙ্গীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে জম্মু কাশ্মীর পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর অধীনে ২২৩ ধারায় ওরহান আওয়াত্রামণি, দর্শন সিং, পার্থ রায়না, ঋত্বিক সিং, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং আনাস্তাসিলা আরজামাস্কিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।