মুম্বই, ১৩ জানুয়ারি: বিচ্ছেদের পর এই প্রথম মুখ খুললেন নাগা চৈতন্য। সমান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথম মুখ খুলেলন নাগা (Naga Chaitanya)। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হন নাগা চৈতন্য। সেখানে তিনি বলেন, এই ধরনের পরিস্থিতিতে যাতে দুজনের ভাল হয়, সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। দুজনে যাতে ভাল থাকেন, তারজন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অভিনেতা। পাশাপাশি তিনি আরও বলেন, সামান্থা যদি খুশি থাকেন, তাহলে তিনিও খুশি। দুজনের ভালর জন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নাগার্জুনা পুত্র।
সম্প্রতি নাগা চৈতন্য এবং সামান্থার বিচ্ছেদ নিয়ে তোলপাড় হয়ে যায়। বিচ্ছেদের পর সামান্থা নাগার কাছ থেকে খোরপোশ দাবি করেননি। এমনকী মুখেও কুলুপ আঁটেন। কী কারণে তাঁদের বিচ্ছেদ হয়, সে বিষয়ে নাগা বা সামান্থা কেউ কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন: Sushmita Sen: আবার মা হলেন সুস্মিতা সেন, দুই মেয়ের পর ছেলের পরিচয় করালেন, দেখুন
সম্প্রতি ফ্যামিলি ম্যান টু নামে জনপ্রিয় ওয়েব সিরিজে দেখা যায় সামান্থা রুথকে। নিজের চরিত্র থেকে বেরিয়ে সম্পূর্ণ অন্য ধরেনর অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন সামান্থা।