Sushmita Sen (Photo Credit: Instagram)

মুম্বই, ১৩ জানুয়ারি:  আবার মা হলেন সুস্মিতা সেন (Sushmita Sen )। পাপারাৎজির সঙ্গে ছেলের পরিচয় করিয়ে দিলেন প্রাক্তন মিস ইউনিভার্স। দুই মেয়ে রেনে এবং আলিশাকে নিয়ে সম্প্রতি বাইরে বর হন সুস্মিতা সেন। সেখানেই দুই মেয়ের পাশাপাশি দেখা যায় অভিনেত্রীর ছেলেকে। তিন সন্তানকে নিয়ে সুস্মিতা যে আবার মায়ের অন্যতম সেরা চরিত্র বলিউড অভিনেত্রীদের মধ্যে, তা স্পষ্ট। দেখুন সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি বিশেষ বন্ধু রোহমান শলের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সুস্মিতা সেনের। রোহমানের সঙ্গে ৪ বছরের সম্পর্কে ইতি টানেন বঙ্গ তনয়া। যে সম্পর্কে কোনও সম্মান নেই, তা রাখের কোনও মানে নেই বলে মন্তব্য করেন সুস্মিতা। তবে রেহমানের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব চিরকাল থাকবে বলে জানান অভিনেত্রী।

আরও পড়ুন:  COVID19 Vaccine: দেশের ৩ কোটি কিশোর কিশোরীকে কোভিড টিকা, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

সম্প্রতি পরিচালক রাম মাধবানীর ওয়েব সিরিজ আরিয়া টু-তে (Aarya 2) দেখা যায় সুস্মিতা সেনকে। যেখানে কার্যত বাঘিনীর মতো গর্জন করতে দেখা যায় সুস্মিতাকে। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে হাজির হয়েও সুস্মিতা যে আগের মতোই দক্ষতার সঙ্গে অভিনয় করছেন, তা ফের স্পষ্ট।