Malayalam Rapper Vedan (Photo Credit: X)

 দিল্লি, ১ অক্টোবর: যত দিন গড়াচ্ছে ধর্ষণ  মামলায় তত বেশি করে জড়িয়ে পড়ছেন মালায়লম র্যাপার (Malayalam Rapper) ভেদান (Vedan Sexual Assault Case)। হিরণ দাস মুরলি (Hiran Das Murali) নামে ওই র্যাপারের বিরুদ্ধে পুলিশ এবার ধর্ষণ মামলার চার্জশিট ফাইল করেছে।

কেরলের জনপ্রিয় র্যাপার হিরণ দাস মুরলি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছন। তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠঠার পর ভেদান হঠাৎ করেই তাঁকে ইনস্টাগ্রামের বন্ধুত্বের তালিকা থেকে বাতিল করেন। তাঁর সঙ্গে সমস্ত ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। তবে যোগাযোগ বন্ধ করার আগে ভেদান ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওই চিকিৎসকের সঙ্গে নানা জায়গায় শারীরিকভাবে মিলিত হন বলে অভিযোগ।

কেরলের কোঝিকোড় থেকে কোচি, এমন কোনও জায়গা ছিল না যেখানে ভেদান ওই চিকিৎসকের সঙ্গে সেক্স করেননি। এমন অভিযোগ করেন ওই তরুণী চিকিৎসক। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

ভেদানের বিরুদ্ধে একের পর এক অভিযযোগ দায়ের নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ওই তরুণী চিকিৎসকের দাবি, ভেদান তাঁর সমস্ত বিশ্বাস ভেঙে দিয়েছেন। তাঁর ফায়দা তুলে তাঁকে জীবন থেকে সরিয়ে দিয়েছেন।