২৬/১১ মুম্বাই হামলার ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। সন্ত্রাসবাদীদের বাগে আনতে রুদ্ধশ্বাস লড়াইয়ে সামিল জয়েছিল ইন্ডিয়ান আর্মির বীর সৈনিকরা। সেই লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন।তাঁর জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা 'মেজর' (Major) ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির ৫০ দিন অতিক্রম করল। শশী কিরণ টিক্কার পরিচালনায় ও অভিনেতা মহেশ বাবুর প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। মুখ্য ভূমিকায় ছিলেন দক্ষিণী অভিনেতা আদিভি সেশ।ছবির ৫০ দিন পূর্তিতে তাঁর জীবনের সবথেকে উল্লেখযোগ্য ছবি মেজর বলে তিনি টুইট করে সকলকে জানালেন ধন্যবাদ।
50 days since #MajorTheFilm released 🇮🇳
My most Succesful Film.
My most MEANINGFUL Film. #MajorSandeepUnnikrishnan sir has blessed us pic.twitter.com/uKxjVXvMtx
— Adivi Sesh (@AdiviSesh) July 23, 2022
শুধুমাত্র অভিনয় নয় এই ছবির গল্প এবং চিত্রনাট্যও লিখেছন আদিভি। বক্স অফিসে ছবির সাফল্য নিয়েও খুশি প্রযোজকরা। ৫০দিনে মেজর ছবিটি ৭০.২৫ কোটি উপার্জন করেছে বলেও জানা গেছে।