মুম্বই, ১০ এপ্রিল : মৃত্যু হল বর্ষীয়ান অভিনেতা সতীশ কউলের। ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'মহাভারত' (Mahabharata) খ্যাত এই অভিনেতা। সতীশ কউলের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে অভিনয় জগতে। প্রসঙ্গত মহাভারতে ইন্দ্রের চরিত্রে অভিনয় করেন সতীশ কউল।
প্রয়াত অভিনেতা সতীশ কউলের (Satish Kaul) দিদি সত্যা দেবী জানান, বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েন তাঁর ভাই। এরপর শ্রী রাম চ্যারিবেটল হাসপাতালে ভর্তি করা হয় সতীশকে। জানা যায়, কোভিডে আক্রান্ত মহাভারত খ্যাত অভিনেতা। বেশ কয়েকদিন ধরে হাসপাতালে (Hospital) ভর্তি থাকার পর শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। রবিবার সতীশ কউলের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয় পরিবারের তরফে।
আরও পড়ুন : Ankita Lokhande : সুশান্ত নেই, বিকির সঙ্গে সম্পর্কের তিন বছর যাপন অঙ্কিতার
সতীশ কউলের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে টেলি জগতে। টেলি অভিনেত্রী প্রীতি সাপরু জানান, করোনায় আক্রান্ত হয়ে সতীশ কউলের মৃত্যুর খবর যেন তিনি মনে নিতে পারছেন না।
প্রসঙ্গত হিন্দি টেলি জগতের পাশাপাশি একাধিক পাঞ্জাবি (Punjabi) ছবিতে অভিনয় করেন সতীশ কউল। ফলে গত কয়েক বছর ধরে মুম্বই ছেড়ে পঞ্জাবের বাড়িতে গিয়ে বসবাস শুরু করেন সতীশ। প্রসঙ্গত গত বছর লকডাউনের (Lockdown) সময় আর্থিক অনটনের মধ্যে পড়েন সতীশ কউল।