অঙ্কিতা, বিকির সম্পর্কের রসায়ন

মুম্বই, ১০ এপ্রিল: বিকি জৈনের (Vicky Jain) সঙ্গে সম্পর্কের ৩ বছর পূর্ণ করলেন অঙ্কিতা লোখন্ডে। বিকির সঙ্গে সম্পর্কের ৩ বছর উপলক্ষ্যে একটি ভিডিয়ো শেয়ার করেন অঙ্কিতা (Ankita Lokhande)। যেখানে গোলাপী রঙের শাড়িতে দেখা যায় অভিনেত্রীকে। অন্যদিকে বিকি জৈনকে দেখা যায় সাদা রঙের গলাবন্ধ পাঞ্জাবি পরে অঙ্কিতার সঙ্গে জুটি বাঁধতে।

দেখুন ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর ভোপালের (Bhopal) ব্যবসায়ী বিকি জৈনের সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা। সুশান্তের (Sushant Singh Rajput) মৃত্যুর পর যা নিয়ে বিস্তর বিতর্কের মুখে পড়তে হয় অঙ্কিতাকে। এমনকী, বিকির সঙ্গে সম্পর্কের জেরেই অঙ্কিতা সুশান্তের সঙ্গে সম্পর্কের ইতি টানেন বলে অনেকে অভিযোগ করেন।

আরও পড়ুন : Taimur Ali Khan : ছোট্ট তৈমুরের এ কী ছবি প্রকাশ করলেন করিনা!

পাশাপাশি অঙ্কিতার নতুন ফ্ল্যাটের ইএমআই সুশান্ত জমা দিতেন বলেও প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) দাবি করেন। যা নিয়ে বিতর্ক শুরু হলে, অঙ্কিতা নিজের ব্যাঙ্কের স্টেটমেন্ট প্রকাশ করেন। সুশান্ত নন, নিজের ফ্ল্যাটের ইএমআই অঙ্কিতা নিজেই পরিশোধ করেন বলে স্পষ্ট জানান অভিনেত্রী।