মুম্বই, ৬ অক্টোবর: মুম্বইয়ে প্রমোদতরীতে মাদক কাণ্ডের (Drug-Cruise Case) তদন্ত যতই এগোচ্ছে ততই নানা দিক খুলে যাচ্ছে, নানা রহস্য বেরিয়ে আসছে। আগাথা ক্রিস্টি (Agatha Christie), শার্লক হোমসের (Sherlock Holmes) উপন্যাসের মতো প্রতি মুহূর্তে নতুন বাঁক নিচ্ছে। গতকাল মুম্বইয়ের আদালতে এই দাবি করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau)। মাদক তদন্তে এনসিবি এখনও পর্যন্ত বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান-সহ ১৬ জনকে গ্রেফতার করেছে। সোমবার আদালত আরিয়ান খানসহ সাতজনকে বৃহস্পতিবার পর্যন্ত এনসিবি হেফাজতে পাঠিয়েছে। মঙ্গলবার আবদুল কাদির শেখ, শ্রেয়স নায়ার, মনীশ রাজগড়িয়া এবং অবিন সাহুকে ১১ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে পাঠিয়েছে আদালত।
এই চার অভিযুক্তের রিমান্ডের জন্য আবেদন জমা দেওয়ার আগে বিশেষ পাবলিক প্রসিকিউটর অদ্বৈত শেঠনা আদালতকে বলেন যে এই মামলাটি আগাথা ক্রিস্টি এবং শার্লক হোমসের উপন্যাসের মতো হয়ে গেছে। কারণ প্রতি মুহূর্তে একটি নতুন বাঁক নিচ্ছে। আরও পড়ুন: Aryan Khan's Drug Case: আরিয়ানের গ্রেফতারি, শাহরুখকে মনের জোর যোগাতে মন্নতের বাইরে পোস্টার অনুরাগীদের
সোমবারও জামিন মেলেনি আরিয়ান খানের (Aryan Khan)৷ প্রমোদতরীর টিকিট আরিয়ানের কাছে ছিল না, কোনও বোর্ডিং পাসও ছিল না৷ আইনজীবী সতীশ মানশিন্ডে এমন সওয়াল করলেও, মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতের তরফে জামিন মঞ্জুর করা হয়নি৷ আগামী ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ান খানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) হেফাজতে থাকতে হবে বলে জানানো হয়৷