Aryan Khan's Drug Case: আরিয়ানের গ্রেফতারি, শাহরুখকে মনের জোর যোগাতে মন্নতের বাইরে পোস্টার অনুরাগীদের
Fans Support ShahRukh Khan (Photo Credit: Twitter/Instagram)

মুম্বই, ৫ অক্টোবর: গোয়াগামী প্রমোদতরী থেকে ৩অক্টোবর গ্রেফতার করা হয় আরিয়ান খানকে৷ শাহরুখ পুত্রের গ্রেফতারির পর গোটা দেশ জুড়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়৷ নিজের ছেলে উচ্ছন্নে গিয়েছে, তাই শাহরুখের কোনও বিষয়ে জ্ঞান দেওয়া চলে না বলে কটাক্ষ করতে শুরু করেছেন নেট জনতার (Netizens) একাংশ৷ কেউ আবার শাহরুখের পুরনো সাক্ষাৎকার তুলে ধরে আক্রমণ করছেন বলিউড 'বাদশাকে'৷ এসবের মাঝে শাহরুখকে সমর্থন করতে এগিয়ে এলেন অভিনেতার ভক্ত, অনুরাগীরা৷

কঠিন সময়ে শাহরুখ খান (Shah Rukh Khan) যাতে মনের জোর না হারান, সে বিষয়ে পোস্টার শেয়ার করেন অভিনেতার অসংখ্য অনুরাগী৷ মুম্বইতে মন্নতের বাইরে শাহরুখ ভক্তদের আর্জি, কঠিন সময়ে 'বলিউড কিং' (Bollywood) যেন মনের জোর না হারান৷ এই কঠিন সময়ে তাঁরা প্রত্যেকে শাহরুখের পাশে রয়েছেন বলেও জানান৷

দেখুন মন্নতের বাইরে শাহরুখ ভক্তদের পোস্টার...

 

এদিকে সোমবারও জামিন মেলেনি আরিয়ান খানের (Aryan Khan)৷ গোয়াগামী (Goa) প্রমোদতরীর টিকিট আরিয়ানের কাছে ছিল না৷ আরিয়ানের কাছে ওই প্রমোদতরীর কোনও বোর্ডিং পাসও ছিল না৷ আইনজীবী সতীশ মানশিন্ডে এমন সওয়াল করলেও, মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতের তরফে জামিন মঞ্জুর করা হয়নি৷ আগামী ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ান খানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) হেফাজতে থাকতে হবে বলে জানানো হয়৷

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: এনসিবি হেফাজতে কী খাচ্ছেন শাহরুখ তনয় আরিয়ান খান, দেখুন

আরিয়ানের পাশাপাশি আরবাজ মার্চেন্ট, মুনমুন ধমেচাদেরও ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেয় মুম্বইয়ের আদালত৷