Aryan Khan Drug Case: এনসিবি হেফাজতে কী খাচ্ছেন শাহরুখ তনয় আরিয়ান খান, দেখুন
Aryan Khan (Photo Credit: Aryan Khan/Instagram)

মুম্বই, ৫ অক্টোবর: এনসিবির (NCB)হাতে গ্রেফতারির পর কেমন আছেন আরিয়ান খান? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে থাকাকালীন কী খাচ্ছেন শাহরুখ পুত্র (Shah Rukh Khan)? এমনই প্রশ্ন উঠে আসতে শুরু করেছে বিভিন্ন মহলে৷

সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে আসে৷ যে রিপোর্ট অনুযায়ী জানা যায়, এনসিবি হেফাজতে আরিয়ান খান (Aryan Khan) কোনও বিশেষ খাবার পাচ্ছেন না৷ এনসিবির মেসে যে খাবার তৈরি হয়, তাই খেতে হচ্ছে শাহরুখ তনয়কে৷

আরও পড়ুন: Aryan Khan Drug Case: 'আমরা কাউকে নিশানা করছি না', শাহরুখ পুত্রের গ্রেফতারির পর বললেন এনসিবি অফিসার

এসবের পাশাপাশি আরও জানা যায়, এনসিবির সমস্ত প্রশ্নের উত্তর সুস্থভাবে দিচ্ছেন আরিয়ান খান৷ এনসিবির কাছে ৪ পাতার লিখিত বিবৃতিও দিয়েছেন বছর তেইশের আরিয়ান খান৷ প্রসঙ্গত গ্রেফতারির পর আরবাজ শেঠ মার্চেন্টের মতো আরিয়ান খানকে নিয়েও মাদকের খোঁজে বিভিন্ন জায়গায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তল্লাশি চালাবে বলে জানা যায়৷