মুম্বই, ৩ সেপ্টেম্বর: Lata Mangeshkar commented on Ranu Mondal' s singing: এবার সোশ্যাল মিডিয়া ভাইরালে থাকা রানু মণ্ডলকে নিয়ে মুখ খুললেন সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়া ভাইরাল রানু মন্ডলের গান শুনেছেন।
রানু মন্ডল হিমেশ রেশামিয়ার (Himesh Reshamiya) সঙ্গে পরপর তিনটি প্লেব্যাক করে হয়ে উঠেছেন বলিউডের প্লেব্যাক সিঙ্গার। কীভাবে এক রাতের মধ্যে জীবন বদলে যায় তার সবচেয়ে বড় উদাহরণ আপাতত রানু মন্ডল। লতা মঙ্গেশকরের দেওয়া এক ইন্টারভিউতে তিনি বলেছেন, ' যদি আমার নাম কিংবা কাজ কারো উপকারে লাগে। তার জন্য যদি কারো ভালো হয় তবে সেটা আমার পরম সৌভাগ্য।' তিনি আরও বলেন, রানু মন্ডলের কারো কণ্ঠের নয় নিজের কণ্ঠের পরিচয়ে বাঁচা উচিত। কারোর কন্ঠী হয়ে রয়ে গেলে তাকে সারাজীবন কেউ মনে রাখবে না।' আরও পড়ুন, উত্তম কুমারের জন্মবার্ষিকী: মহানায়কের জানা অজানা কথা
তিনি এই প্রসঙ্গে আরও বলেন, 'আমি অনেকের গান শুনি, যারা আমার গান গায়, তারাও খুব ভালো গায়। কিন্তু যতক্ষন পর্যন্ত না তারা নিজের আওয়াজে পরিচিতি পাবে তারা সাফল্য পাবে কীভাবে? আমার মনে হয় সুনিধি চৌহান ও শ্রেয়া ঘোষাল সেটা পেরেছে।'
রানু মন্ডল কিছুদিন আগে একটি ইন্টারভিউতে তাঁর জীবনের কথা প্রকাশ করেন। কিভাবে তাঁর জীবন আকস্মিকভাবে বদলে গেছে তা বলেন। তিনি আরও জানান, তিনি স্বচ্ছল পরিবারেই থাকতেন কিন্তু পরে তাঁকে পরিবার থেকে আলাদা করে দেওয়া হয়। তিনি আরো জানান, তাঁর স্বামী মুম্বইতে ফিরোজ খানের বাড়িতে কাজ করেছেন।