মুম্বই, ২৩ অগাস্ট: বড় বাজেট, আমির খানের উপস্থিতি, অস্কারজয়ী হলিউড সিনেমার রিমেক, অনেক প্রচারের পরেও দেশের বক্স অফিসে একেবারে মুখথুবড়ে পড়েছে 'লাল সিং চাড্ডা'। মেলা-র পর আমিরের কেরিয়ারে সবচেয়ে ফ্লপ সিনেমা হয়েছে ফরেস্ট গাম্পের অফিসিয়াল বলিউড রিমেকের। কিন্তু বয়কটের মুখে পড়ে দেশে যতই ফ্লপ করুক, বিদেশের বক্স অফিসে আমিরের লাল সিং চাড্ডা বড় হিট হওয়ার পথে। ২০২২ সালে বিদেশের বক্স অফিসে বলিউড়ের সবচেয়ে সফল সিনেমা এখন 'লাল সিং চাড্ডা'। এই বিষয়ে আমিরের সিনেমা হারিয়ে দিল এ বছর বলিউডের সফলতম সিনেমা 'ভুল ভুলাইয়া টু', 'গাঙ্গুবাবু কাঠিয়াওয়াড়ি', 'দ্য কাশ্মীর ফাইলস'-কেও।
টম হ্যাঙ্কসের কালজয়ী সিনেমা ফরেস্ট গাম্প বলিউড কেমনভাবে করেছে ও বিদেশে আমির খানের বড় ফ্যান বেসের সুবাদে ইতিমধ্যেই ৭.৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করে ফেলেছে। আমির ছাপিয়ে গেলেন সঞ্জয় লীলা বনশালী-আলিয়া ভাটের গাঙ্গুবাবু কাঠিয়াওয়াড়ি (৭.৪৭ মিলিয়ন), কার্তিক আরিয়ানের 'ভুল ভুলভুলাইয়া টু' (৫.৮৮ মিলিয়ন), 'দ্য কাশ্মীর ফাইলস' (৫.৭ মিলিয়ন) ও 'জুগ জুগ জিও' (৪.৩ মিলিয়ন)-এর রেকর্ড। আরও পড়ুন-ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, সাসপেন্ড স্কুল শিক্ষক
দেখুন টুইট
#LaalSinghChaddha becomes the HIGHEST grosser of 2022 in overseas; surpasses #GangubaiKathiawadi, #BhoolBhulaiyaa2 and #TheKashmirFiles https://t.co/c4377eye9Y
— BollyHungama (@Bollyhungama) August 23, 2022
এখানেই উঠছে প্রশ্ন তাহলে কি শুধু বয়কটের কারণেই ভারতে ফ্লপ করল আমিরের এই সিনেমা? যদি সিনে বিশেষজ্ঞরা বিদেশে লাল সিং চাড্ডা বড় হিট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ দেখছেন, ১৯৯৪ অস্কার জয়ী ফরেস্ট গাম্পের বিশ্বব্যাপী জনপ্রিয়তার কথা। ২৮ বছর পরেও টম হ্যাঙ্কসের এই সিনেমার জনপ্রিয়তা বিশ্বজোড়া। আর তাই সেই সিনেমার টানেই আমিরের কাজ দেখতে বিদেশে ভিড় জমাচ্ছেন দর্শকরা, তেমনটাই মনে করা হচ্ছে।