Kangana Ranaut : আতঙ্কে অক্ষয় কুমার 'গোপনে' ফোন করেন তাঁকে, দাবি কঙ্গনা রানাউতের
কঙ্গনা, অক্ষয় (ছবি ইনস্টাগ্রাম)

মুম্বই, ৮ এপ্রিল: থলাইভির প্রশংসা করে অক্ষয় কুমার (Akshay Kumar) ফোন করেন তাঁকে। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)  এবং আলিয়া ভাটও (Alia Bhatt) থলাইভির প্রশংসায় পঞ্চমুখ। জয়ললিতার বায়োপিকে কঙ্গনা (kangana Ranaut) অসাধারণ অভিনয় করেছেন বলে তাঁকে বার বার ফোন এবং মেসেজ করেন বলিউডের তাবড় তারকারা। প্রত্যেকে তাঁর প্রশংসা করলেও, প্রকাশ্যে কেউ আসতে চাইছেন না। সম্প্রতি এমনই দাবি করেন কঙ্গনা।

বলিউড (Bollywood) মাফিয়াদের চাপে পড়ে কেউ প্রকাশ্যে কঙ্গনার প্রশংসা করতে পারছেন না বলে দাবি করেন থলাইভি অভিনেত্রী। অনিরুদ্ধ গুহর একটি ট্যুইটের প্রেক্ষিতে এমন দাবি করেন কঙ্গনা।

 

আরও পড়ুন : Sonu Sood : মারণ ভাইরাসকে রুখে দিন, করোনা ভ্যাকসিন নিয়ে বার্তা সোনুর

বলিউড কুইনের ওই ট্য়ুইট প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ মজা মশকরায় মেতে ওঠে। মুভি মাফিয়াদের চাপে পড়ে অক্ষয়, দীপিকা, আলিয়ারা কঙ্গনাকে যদি লুকিয়ে ফোন করেন, তাহলে অভিনেত্রীর কারও নাম প্রকাশ্যে আনা উচিত হয়নি বলেও মন্তব্য করেন অনেকে।