Sonu Sood : মারণ ভাইরাসকে রুখে দিন, করোনা ভ্যাকসিন নিয়ে বার্তা সোনুর
ভ্যাকসিন নিলেন সোনু

অমৃতসর, ৭ এপ্রিল : করোনা (Corona) থেকে বাঁচতে ভ্যাকসিন নিলেন সোনু সুদ। পাঞ্জাবের অমৃতসরের একটি হাসপাতাল থেকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন সোনু সুদ। মারণ ভাইরাসকে প্রতিহত করতে প্রত্যেককে ভ্যাকসিন নিয়ে সুরক্ষিত থাকতে হবে বলে মন্তব্য করেন বলিউডের(Bollywood) এই অভিনেতা।

সোনু (Sonu Sood) জানান, করোনা সংক্রমণ রোধ করতে ভ্যাকসিন প্রয়োজনীয় কি না, তা নিয়ে অনেকের মনেই দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্ব কাটাতেই এবার প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে বলে আহ্বান জানান গরীবের 'মসিহা'।

আরও পড়ুন : Forest Breathing : জঙ্গলে গভীর স্পন্দন, যেন শ্বাস নিচ্ছে 'ভয়ঙ্কর' বনাঞ্চল, ভাইরাল ভিডিয়ো

তিনি বলেন, বাড়িতে বয়ষ্করা তাকলে, প্রত্যেকে ভ্যাকসিন নিয়ে সুরক্ষিত থাকুন। সেই বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দিতেই তিনি করোনার প্রথম ডোজ নিলেন বলেও জানান সোনু সুদ।

প্রসঙ্গত, অমিতাভ বচ্চন থেকে মালাইকা অরোরা (Malaika Arora), বলিউডের একাধিক তারকা করোনা ভ্যাকসিন নিতে দেখা যায়। যদিও করোনা ভ্যাকসিন (Vaccine) নেওয়ার কয়েক দিনের মধ্যে ফের এই ভাইরাসে আক্রান্ত হতে দেখা যায় অভিনেতা পরেশ রাওয়ালকে।