Photo Credit_Instagram

পথিকৃৎ বসুর পরিচালনায়, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় (Dev Entertainment Ventures) মুক্তি পেল 'কাছের মানুষ'-এর (Kacher Manush) ট্রেলার। এই ছবিতে একসঙ্গে দেব (Dev) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) পর্দায় দেখবেন দর্শকরা। দেব প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে দেখা যাবে ইশা সাহা কে(Ishaa Saha)। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে নীলায়ন চট্টোপাধ্যায়।মহা পঞ্চমীর সকালে অর্থাৎ ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

 

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

সাম্প্রতিক কালে দেবের শেষ মুক্তি পাওয়া কিছু ছবি যেমন টনিক, কিসমিস এর গ্রাফ বলছে সেগুলো বক্স অফিস কাঁপিয়েছিল। এখন পুজোর মরসুমে এই ছবি কেমন ব্যবসা করে এটাই দেখার।ট্রেলারের শুরু সাদাকালো ছবির দৃশ্যে জীবন-মৃত্যুর সমান্তরাল চলার বার্তা দিয়ে। সেই থেকে প্রবেশ বর্তমান প্রেক্ষাপটে। যেখানে পদে পদে উঠে এসেছে জীবন ও মৃত্যুর টানাপোড়েন।