চলতি বছরে সমালোচক এবং দর্শকদের মন জয় করে নিয়েছিল মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) অভিনীত ছবি জোরাম (Joram)। তবে বক্সঅফিসে একদমই সফল হয়নি এই সিনেমা। এমনকী এক টাকাও লাভের মুখ দেখেনি বলে দাবি করছেন খোদ ছবির পরিচালক দেবাশিষ মাখিজা (Devashish Makhija)। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে স্বীকার করেন ছবিটি বানিয়ে তিনি কার্যত দেউলিয়া হয়ে গিয়েছেন।

তিনি জানিয়েছেন, তাঁর ছবিগুলি সকলের ভালো লাগে, কিন্তু কোনওভাবেই ব্যবসা করতে পারে না। তাঁর পরিচালিত আজি এবং জোরাম থেকে একটাকাও লাভ হয়নি। উল্টে তিনি দেউলিয়া হয়ে গিয়েছেন। একটি সাইকেল কেনার মতোও পকেটে  টাকা নেই। তাঁর বাড়িওয়ালাকে পাঁচ মাসের ভাড়া দেওয়া হয়নি। কার্যত হাতে পায়ে ধরে তাঁকে আটকে রাখতে হয়েছে বলে জানায় দেবাশিষ।

প্রসঙ্গত, জোরাম ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, মহম্মদ জিসান আয়ুবের মতো শিল্পীরা। ছবিটি একাধিক ফিল্ম ফেস্টিভেলে ভালোই প্রশংসা পেয়েছিল। কিন্তু বক্সঅফিসে মুক্তির পর একেবারে মুখ থুবড়ে পড়ে।