Jimmy Shergill: করোনা বিধি লঙ্ঘন, গ্রেফতার অভিনেতা জিমি শেরগিল
ছবি ইনস্টাগ্রাম

লুধিয়ানা, ২৮ এপ্রিল: করোনা (Corona) বিধি লঙ্ঘন করে শ্যুটিংয়ের অভিযোগে গ্রফেতার করা হল অভিনেতা জিমি শেরগিলকে। জিমির (Jimmy Shergill) পাশাপাশি আরও ৩৫ জনকে গ্রেফতার করা হয় কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে।

গত ২৭ এপ্রিল থেকে লুধিয়ানায় একটি ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করেন জিমি শেরগিল-সহ সংশ্লিষ্ট ইউনিটের আরও বেশ কয়েক জন। বর্তমানে যে পরিস্থিতি, তার মধ্যে সমস্ত কিছু লঙ্ঘন করে জিমি কেন শ্যুটিং (Shooting) করছেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপরই জিমি শেরগিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ এবং ২৬৯ ধারায় দায়ের করা হয় অভিযোগ।

আরও পড়ুন: Sonu Sood: অতিমারীর সময় মানুষের পাশে দাঁড়াতে পেরে তৃপ্ত 'গরিবের মসিহা' সোনু সুদ

লুধিয়ানার এক পদস্থ পুলিশ (Police) আধিকারিক জানান, জিমি শেরগিল যেখানে শ্যুটিং করছিলেন, সেখানে ১৫০ জনের দেখা মেলে। পাঞ্জাবে যেখানে প্রতিদিন সন্ধে ৬টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত লকডাউন চলছে, সেই সময় নিয়ম ভেঙে জিমিরা কেন রাত টার সময় শ্যুটিং করলেন, সে বিষয়ে দায়ের করা হয় অভিযোগ। যদিও এ বিষয়ে জিমি শেরগিলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।