Sonu Sood: অতিমারীর সময় মানুষের পাশে দাঁড়াতে পেরে তৃপ্ত 'গরিবের মসিহা' সোনু সুদ
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৮ এপ্রিল: করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন সোনু সুদ (Sonu Sood)। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর থেকে ফের নিজের মতো করে মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছেন সোনু। মহামারীর (Pandemic) মধ্যে যখন মানুষ অসহায় হয়ে পড়ছেন, সেই সময় প্রত্যেককে যাতে সাহায্য করা যায়, সেই চেষ্টা শুরু করেন 'দাবাং' অভিনেতা (Actor)।

তিনি বলেন, ১০০ কোটির ছবি কিংবা ব্লক বাস্টার ছবি ১০০ কোটির ব্যবসা করার পর তিনি যেমন খুশি হন, তাঁর চেয়ে অনেক বেশি তিনি খুশি হচ্ছেন মানুষের পাশে দাঁড়াতে পেরে। মানুষের জন্য কিছু করতে পেরে।

আরও পড়ুন: Swastika Mukherjee: 'কোভিডে মৃত্যু, অক্সিজেনের অভাবে মৃত্যুর তালিকা পৃথক করুন'

রাত বাড়লে সবাই যখন ঘুমে কাতর, সেই সময় অনেক মানুষের রাত কেটে যাচ্ছে হাসপাতালে ছোটাছুটি করে। হাসপাতালে (Hospital) শয্যা নেই। ফলে মানুষ কীভাবে তাঁদের প্রিয়জনদের চিকিৎসা করাবেন, তা নিয়ে চিন্তায় রাত কাটছে অনেকের। ফলে অতিমারীর সময়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি মনের দিক থেকে অনেক তৃপ্ত বলে জানান সোনু সুদ।