Istvan Szabo and Martin Scorsese

নতুন দিল্লি, ২২ অক্টোবর: প্রথমবার সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার (Satyajit Ray Lifetime Achievement Award) পাচ্ছেন হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ইস্তভান সাজাবো (Istvan Szabo) ও মার্কিন চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্কোরসেজি (Martin Scorsese)। গোয়ায় ভারতের ৫২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক শ্রী সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশে ও বিদেশে একগুচ্ছ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে। চলচ্চিত্রকারের কাজের স্বীকৃতি স্বরূপ চলচ্চিত্রে উৎকর্ষতার জন্য সত্যজিৎ রায় নামাঙ্কিত লাইফটাইম অ্যাচিভমেন্ট বা সারাজীবনের স্বীকৃতি স্বরূপ পুরস্কার চালু করার কথা ঘোষণা করা হয় চলতি বছরেই।

ANI-র টুইট: 

চলতি বছর থেকে প্রত্যেকবার ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কার স্বরূপ নগদ ১০ লাখ টাকা, মানপত্র, উত্তরীয় সহ রৌপ্য ময়ূর পদক, তাম্রপত্র দেওয়া হবে।