Photo Credits: Instagram

আইপিএলের সময় থেকেই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। একদিকে অভিনেত্রী নাতাশা স্টানকোভিচ (Natasa Stankovic) নিজের সোশ্যাল মিডিয়া থেকে হার্দিককে (Hardik Pandya) নিয়ে যাবতীয় পোস্ট মুছে ফেলেছিলেন। তবে টি টোয়েন্টি বিশ্বকাপের পর অনেকেই আন্দাজ করেছিল হয়তো এই সম্পর্কের নতুন মোড় আসবে। কিন্তু না, তা হল না। দীর্ঘ জল্পনার পর অবশেষে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্টানকোভিচ জানিয়ে দিলেন যে তাঁরা মিউচ্যুয়ালি সেপারেশনের পথেই হাঁটছেন। বৃহস্পতিবার বিকেলে দুজনেই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যে বিচ্ছেদ সংক্রান্ত যাবতীয় গুঞ্জনের ওপর সিলমোহর বসালেন।

এদিন হার্দিক ও নাতাশা লেখেন, ৪ বছর একসঙ্গে থাকার পর পারস্পরিক সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আলাদা হব। আমরা অনেক চেষ্টা করেছি একসঙ্গে থাকার কিন্তু সবকিছুর পর আমরা এই সিদ্ধান্ত নিতেই বাধ্য হয়েছি। আমরা একান্তে যে ভালো সময় কাটিয়েছি। দুই পরিবারকে চিনেছি, বুঝেছি সেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে কঠিন ছিল। আমাদের জীবনে আগ্যস্থ আছে। তার সুখের জন্য আমরা সবকিছু করতে পারি। ফলে দুজনে অভিভাবকে দায়িত্ব পালনের মাধ্যমে ওঁকে বড় করে তুলবো। সকলকে অনুরোধ করবো আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অযথা বিভ্রান্তি ছড়াবেন না। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকুন।

প্রসঙ্গত, হার্দিক ও নাতাশার দীর্ঘ ৪ বছরের সম্পর্ক ছিল। বিয়ের আগেই গর্ভবতী হয়ে গিয়েছিলেন সার্বিয়ান অভিনেত্রী। বিয়ের আগে ক্রুজে হাঁটু গেড়ে নাতাশাকে প্রপোজ করেছিলেন হার্দিক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। পরে অবশ্য জাকজমক করে বিয়ে করেন দুই তারকা। এরপর সবই ঠিকঠাক চলছিল। কিন্তু চলতি বছরে আইপিএলে হার্দিকের পারফর্মেন্স নিয়ে একদিকে যখন তাঁকে তীব্র কটাক্ষ করা হচ্ছিল। সেই সময় হঠাৎই দুজনের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়।