Humaira Asghar Ali (Photo Credit: Instagram)

দিল্লি, ১৪ জুলাই: পাকিস্তানি অভিনেত্রী  (Pakistani Actress) হুমাইরা অসগর আলির মৃত্যু ( Humaira Asghar Ali Death) নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। হুমাইরা অসগর আলির মৃত্যু কীভাবে হল এবং কেনই বা তাঁর দেহ ৯ মাস ধরে বন্ধ ঘরে পড়েছিল, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। হুমাইরার মৃত্যুর পর এবার বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন প্রয়াত অভিনেত্রীর কাছের এক বন্ধু। হুমাইরার বন্ধু তথা পাক ডিজ়াইনার যা বললেন, তা শুনে চমকে উঠবেন আপনিও।

আরও পড়ুন: Actress Shocking Death: ৯ মাস ধরে ঘরের কোণে মরে পড়েছিলেন অভিনেত্রী, পচা দেহ উদ্ধারের পর পুলিশের চক্ষু চড়কগাছ, শেষকৃত্য করল না নায়িকার পরিবারও, ফেরাল দেহ

কী বললেন প্রয়াত অভিনেত্রী হুমাইরার বন্ধু?

হুমাইরা অসগর আলির বন্ধু তথা পাকিস্তানি ডিজ়াইনার দুরেশ্বর জানান, ২০২৪ সালের সেপ্টেম্বরে হুমাইরা তাঁকে একবার ভয়েস নোট পাঠান। তিনি ব্যস্ত ছিলেন ওই সময়। তাই হুমাইরার সঙ্গে কথা হয়নি। ফলে বন্ধুকে ফোনে না পেয়ে, তাঁকে ভয়েস মেসেজ পাঠান হুমাইরা। তিনি বলেন, 'তুমি মক্কায় রয়েছে, তাই আমি খুব খুশি। তুমি যে মক্কায় যেতে পেরেছে, তা শুনেই আমার মন ভরে গিয়েছে। মক্কায় গিয়ে তুমি আমার জন্য অনেক প্রার্থনা (দুয়া) করো। ঈশ্বরের কাছে আমার জন্য তোমায় অনেক প্রার্থনা করতে হবে।'

পাক অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর বন্ধু দুরেশ্বর সেই পুরনো ভয়েস মেসেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা শুনে হুমাইরার অনুরাগীরা কার্যত আবেগপ্লুত হয়ে পড়েন। একজন মানুষ কতট নিসঃঙ্গ না হলে, তাঁর এভাবে মৃত্যু হতে পারে বলে প্রশ্ন তোলেন বহু মানুষ।

হুমাইরা অসগর আলির মৃতদেহ কীভাবে প্রকাশ্যে এল?

হুমাইরা গত কয়েক মাস ধরে করাচিতে (Karachi) বাড়ির মালিককে ভাড়ার টাকা দিচ্ছিলেন না। বার বার ফোন করেও সাড়া মিলছিল না হুমাইরার। ফলে বাড়ির মালিক বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে বাড়িতে গিয়ে দেখেন, দরজা, জানলা সব বন্ধ। বার বার ডেকেও হুমাইরার সাড়া মেলেনি। ফলে বাড়ির মালিক যান পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভাঙে। এরপর ঘরের মেঝে থেকে পচা, গলা অবস্থায় উদ্ধার করা হয় হুমাইরা অসগর আলির মৃতদেহ।

অভিনেত্রীর মৃতদেহ দেখে পুলিশ কী বলছে?

হুমাইরা অসগর আলির মৃতদেহ দেখে অবাক হয়ে যায় পুলিশ। যেভাবে গলন্ত অবস্থায় হুমাইরার মৃতদেহ উদ্ধার করা হয়, তা দেখে প্রত্যেকে আশ্চর্য হয়ে যান। এমনকী, হুমাইরার শরীরে সাদা পোকা বাসা বাধে। সেই সঙ্গে তাঁর মেরুদণ্ড খুঁজে পাওয়া যায়নি। ফলে অভিনেত্রীর পচা শরীরের ময়নাতদন্ত থেকে কোনও তথ্যই পায়নি পুলিশ। বর্তমানে পুলিশ অপেক্ষা করছে, হুমাইরা অসগর আলির দেহের টক্সিকোলজি রিপোর্টের জন্য।

অভিনেত্রীর পরিবারের তরফে কী জানানো হয়?

হুমাইরা অসগর আলির মৃতদেহ উদ্ধারের পর যখন জোর চাঞ্চল্য শুরু হয়, সেই সময় তাঁর পরিবারের তরফে সমস্ত দায় ঝেড়ে ফেলা হয়। হুমাইরার দেহের শেষকৃত্য পরিবারের তরফে করা হবে না বলে সাফ জানান তাঁর বাবা। কী কারণে হুমাইরার বাবা এই  ব্যবহার করেন মৃত মেয়ের প্রতি, তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে।

জানা যায়, গত ৭ মাস ধরে হুমাইরা তাঁর পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ রাখতেন না। তিনি একাই থাকতেন। এমনকী কাজের বাইরে হুমাইরা তেমনভাবে কারও সঙ্গে যোগাযোগ রাখতেন না বলেও জানা যায়। একাকিত্বে ভুগেই কি শেষ পর্যন্ত হুমাইরা অসগর আলির প্রাণ চলে যায়, তা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।