দিল্লি, ১১ জুলাই: মঙ্গলবার করাচির একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় হুমাইরা অসগর আলির (Humaira Asghar Ali) মৃতদেহ। পাকস্তানি অভিনেত্রী (Pakistani Actor) হুমাইরা অসগর আলির মৃতদেহ করাচির অ্যাপার্টমেন্ট থেকে গলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। হুমাইরার (Pakistani Actor Humaira Asghar Ali) কীভাবে মৃত্য়ু হল, সেই রহস্যের উদঘাটন পুলিশ এখনও করতে পারেনি। তবে হুমাইরা অসগর আলির মৃত্যু ২০২৪ সালের শেষ দিকে হয়েছে। এমন প্রমাণ পুলিশের হাতে এসেছে। আর এবার সামনে এল, আরও একটি চাঞ্চল্যকর তথ্য।
যে তথ্যের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, হুমাইরা অসগর আলির মৃত্যু গত ৯ মাস আগে হয়েছে। সেই থেকে করাচির ওই অ্যাপার্টমেন্টেই পড়েছিল হুমাইরার দেহ। প্রতিবেশী থেকে আত্মীয়স্বজন কিংবা বাড়ির লোকজন, কেউ হুমািরার মৃত্য়ুর সম্পর্কে কোনও কিছু আন্দাজ করতে পারেননি। অবশেষে গত মঙ্গলবার করাচির ওই অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে হুমাইরা অসগর আলির মৃতদেহ পুলিশ উদ্ধার করে।
আরব নিউজ়ের খবর অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর মাসে হুমাইরা অসগর আলির মৃত্যু হয়। সেই থেকে করাচির ওই অ্যাপার্টমেন্টেই হুমাইরার দেহ পড়েছিল। হুমাইরার প্রতিবেশীদের কথায়, ওই পাক অভিনেত্রীকে তাঁরা গত সেপ্টেম্বর না হলে অক্টোবর মাসে শেষবারের মত দেখেছিলেন। তারপর থেকে অভিনেত্রীর দেখা তাঁরা পাননি।
এসবের পাশাপাশি হুমাইরা অসগর আলির করাচির অ্যাপার্টমেন্টের বিদ্যুৎ কেটে দেওয়া হয় ২০২৪ সালের অক্টোবর মাসে। তারপর হুমাইরার অ্যাপার্টমেন্টে আর নতুন করে বিদ্যুতের সংযোগ কেউ করেননি বলে খবর পায় পুলিশ।
পাকিস্তান পুলিশের এক আধিকারিক বলেন, হুমাইরা অসগর আলির ঘর থেকে যে খাবারগুলি মিলেছে, সেগুলি এক্সপায়ার্ড। সেই সঙ্গে বিভিন্ন জলের গ্লাসে মরচে ধরে পড়ে রয়েছে। প্রায় ৯ মাস ধরে ব্যবহার না করাতেই হুমািরার ঘরের বিভিন্ন জিনিসপত্রের ওই হাল বলে মনে করছে পুলিশ। হুমাইরার অ্যাপার্টমেন্টের যে জলের পাইপগুলি রয়েছে, সেগুলিও শুকনো, মরচে ধরা অবস্থা। ফলে পাক অভিনেত্রীর যে মৃত্যু হয়েছে অনেকে আগে, তা কেউ আঁচ করতে পারেননি ঘুণাক্ষরেও।
তবে পাক অভিনেত্রী যে অ্যাপার্টমেন্টে থাকতেন, সেখানে তাঁর আর কোনও প্রতিবেশী ছিল না। ঘরের জানলা,দরজা সব আটকানো ছিল শক্ত করে। সেই কারণে কোনও পচা গন্ধ কারও নাকে আসেনি বলেও মনে করছে পুলিশ।
গত ৭ বছর আগে লাহোর থেকে করাচিতে যান হুমাইরা অসগর আলি। পরিবারের সঙ্গে তাঁর তেমনভাবে কোনও যোগাযোগ ছিল না বললেই চলে। একমাত্র কোনও অনুষ্ঠান ছাড়া হুমাইরা কখনও বাড়িতে যেতেন না বলেও জানতে পেরেছে পুলিশ।
বেশ কয়েক মাস ধরে হুমাইরা বাড়ির ভাড়া দিচ্ছিলেন না। ফলে পুলিশের দ্বারস্থ হন ওই বাড়ির মালিক। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে, সেখান থেকে দরজা ভেঙা উদ্ধার করা হয় হুমাইরা অসগর আলির মৃতদেহ।
কে এই হুমাইরা অসগর আলি?
জানা যায়, পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেত্রী, মডেল হিসেবে পরিচিত হুমাইরা অসগর আলি। ২০১৫ সালে পাকিস্তানি বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর থেকে বিভিনিন মেগা, সিরিজ়ে সহঅভিনেত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যেত হুমাইরাকে। জাস্ট ম্যারেড থেকে এহসান ফারামোস, গুরু, চল দিল মেরে-র মত বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিক, সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় হুমাইরাকে। জালেইবি, ভ্যাকসিন নামের দুটি সিনেমাতেও অভিনয় করেন হুমাইরা।
২০২২ সালে তামাসা ঘর নামে এক জনপ্রিয় রিয়্যালিটি শোয়েও অংশ নেন হুমাইরা অসগর আলি।