ওয়াশিংটন, ২ জুন: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের (Amber Heard) বিরুদ্ধে আনা মানহানির মামলায় (Defamation Case) জয় পেলেন হলিউড অভিনেতা জনি ডেপ (Johnny Depp)। আদালত রায় দিয়েছে, গার্হস্থ্য হিংসার যে অভিযোগ জনির বিরুদ্ধে এনেছিলেন অ্যাম্বার, তা মিথ্যা এবং অবমাননাকর। জনির মানহানির জন্য অ্যাম্বারকে দেড় কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণ, জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনার পিছনে অ্যাম্বারের অসৎ উদ্দেশ্য ছিল। জনির ভাবমূর্তি নষ্ট করা, তাঁর বদনাম করাই যে লক্ষ্য ছিল অ্যাম্বারের, তা মেনে মেনে নিয়েছে আদালত।
২০১৬ সালের মে মাসে বিচ্ছেদের আবেদন করেন হলিউড তরকা দম্পতি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। বিবাহ বিচ্ছেদ হলেই আইনি লড়াইয়ে ইতি পড়েনি। জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা (Domestic Violence), যৌন নির্যাতন (Sexual Violence), এমনকি ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন অ্যাম্বার। তাংর অভিযোগ ছিল, জনি তাকে শারীরিক, মানসিক ও মৌখিকভাবে নির্যাতন করেছেন। ডেপ সেসব অভিযোগ গোড়া থেকেই অস্বীকার করেছেন। ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে একটি উপসম্পাদকীয় লেখেন অ্যাম্বার হার্ড। সেখানে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তিনি তুলে ধরেন। সংবাদপত্রে লেখালেখি করাতে অ্যাম্বারের নামে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানির মামলা করেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা জনি ডেপ। পাল্টা অ্যাম্বারও জনির বিরুদ্ধে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানির মামলা করেন। আরও পড়ুন: Monkeypox Outbreak: শিয়রে মাঙ্কিপক্স, ইংল্যান্ডে নতুন ৭১ জনের শরীরে মিলল এই ভাইরাস
A #Virginia jury has found that actress #AmberHeard (@realamberheard) defamed Hollywood star #JohnnyDepp when she wrote a 2018 'Washington Post' op-ed alluding to her past claims of domestic violence, reports 'Variety'. pic.twitter.com/BEaIiyVLBW
— IANS (@ians_india) June 2, 2022
গত মঙ্গলবার মামলার শুনানি শুরু হয়। তিন দিন ধরে আদালতের সাত সদস্যের জুরি শুনানি চালান। এরপরই আজ রায় নর্দ্যার্ন ভার্জিনিয়া কাউন্টি সার্কিট কোর্ট। রায়ে আদালত বলেছে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন অ্য়াম্বার। জনির সম্মান এবং ভাবমূর্তি নষ্ট করাই লক্ষ্য ছিল তাঁর। জনি যে মানহানির মামলা দায়ের করেছেন, তা সম্পূ্র্ণভাবে বৈধ। সেই কারণে দেড় কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে অ্যাম্বারকে।