Shilpa Shetty On Ganpati Celebration (Photo Credit: Instagram)

মুম্বই, ২৭ অগাস্ট: এবার গণপতি (Ganesh Chaturthi 2025) আরাধনায় সামিল হতে পারলেন না শিল্পা শেট্টি (Shilpa Shetty) । তাই মন খারাপ নায়িকার। গণপতি এ বছর আর শিল্পার বাড়িতে এলেন না ঠিকই কিন্তু তাঁর আশীর্বাদ সব সময় অভিনেত্রী এবং তাঁর পরিবারের উপর থাকে। তাইতোে গণেশ চতুর্থীতে মন খারাপ হলেও, বাপ্পার আশীর্বাদ যে সব সময় তাঁদের মাথার উপর থাকছে, তা তিনি বিশ্বাস করেন। এমনই জানান শিল্পা শেট্টি।

শিল্পা শেট্টি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে  প্রত্যেক বছরের পুজোর ঝলক কোলাজ করে তা পোস্ট করেন। দেখুন সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

গণেশ চতুর্থীতে আবেগপ্লুত শিল্পা শেট্টি 

গণেশ চতুর্থীতে এবার বাপ্পার আরাধনা করতে পারছেন না শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। ফলে মন খারাপ অভিনেত্রীর। বাপ্পার জন্য মন খারাপ, তাই পুরনো বছরের ভিডিয়ো সময়ের ভিডিয়ো কোলাজ করে তা পোস্ট করেন নায়িকা।

আরও পড়ুন:  Alia Bhatt: খুব রেগে গেলেন আলিয়া ভাট, দেখুন নায়িকার পোস্ট

পরিবারের শোকের সময় পুজো বাতিল করেন শিল্পা 

বর্তমানে শিল্পা শেট্টির বাড়িতে শোক চলছে। তাইতো পরিবারের শোকের সময় কোনও ধরনের পুজো বা উৎসবে সামিল হতে পারছেন না নায়িকা। তাই প্রত্যেকবার গণেশ পুজো করলেও এবার তা বন্ধই রাখতে হল নায়িকাকে। শিল্পা শেট্টি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পুজো বন্ধ রাখার কথা জানান। তবে পরিবারের শোকের কারণে পুজো বন্ধ থাকছে বলেও জানালেও, কারণ খোলসা করেননি অভিনেত্রী।

প্রসঙ্গত মুম্বই জুড়ে প্রায় প্রত্যেক তারকার বাড়িতে গণপতির আরাধনা করা হয়। সলমনের খানের বোন অর্পিতা খানের বাড়িতে পুজোর আয়োজন করা হয়। আর সেখানেই মিলিত হয় গোটা খান পরিবার। শিল্পা শেট্টি থেকে শুরু করে অনিল কাপুর কিংবা বিপাশা বসু, প্রত্যেক তারকাই গণপতি আরাধনায় মেতে ওঠেন।