মুম্বই, ২৬ অগাস্ট: এবার চোটে গেলেন আলিয়া ভাট (Alia Bhatt)। তাঁর বাড়ির ছবি কেন পোস্ট করা হয়েছে, তা নিয়ে সওয়াল করলেন অভিনেত্রী। আলিয়া (Bollywood Actress) নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেন। যেখানে তিনি স্পষ্ট করে দেন, তাঁর বাড়ি এখনও তৈরি হয়নি। ফলে তাঁর নির্মীয়মান বাড়ির ভিডিয়ো কেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন নায়িকা।
সেই সঙ্গে আলিয়া আরও বলেন, মুম্বইয়ের (Mumbai) মত শহরে ব্যক্তিগত পরিসর খুব কম থাকে। তাই বলে এই নয় যে নির্মীয়মান বাড়ির ছবি বা ভিডিয়ো পোস্ট করতে হবে। কারও ব্যক্তিগত পরিসরের মধ্যে এভাবে প্রবেশ কখনওই উচিত নয় বলে জানান আলিয়া।
সম্প্রতি একটি খবর প্রকাশ্যে আসে। যেখানে দাবি করা হয়, মুম্বইতে বলিউড তারকাদের মধ্যে শাহরুখ, অমিতাভ, সলমনদের পিছনে ফেলে দিয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। আলিয়া-রণবীর প্রায় ২৫০ কোটি টাকা খরচ করে নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করছেন। যেখানে মেয়ে রাহা এবং মা নীতু কাপুরের সঙ্গে থাকবেন রণলিয়া।
একাধিক খবর প্রকাশ্যে আসতেই, সেখানে আলিয়া এবং রণবীরের নির্মীয়মান বাড়ির ভিডিয়োও প্রকাশ্যে আসে। যা দেখে ক্ষেপে যান আলিয়া ভাট। কেন তাঁদের ব্যক্তিগত পরিসরের মধ্যে এভাবে ঢোকা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী।
দেখুন আলিয়া ভাট কী পোস্ট করলেন...
View this post on Instagram
প্রসঙ্গত ব্যান্দ্রায় রয়েছে শাহরুখ খানের মন্নত। জুহুতে রয়েছে অমিতাভ বচ্চনের জলসা। ব্য়ান্দ্রায় সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টও রয়েছে। জানা যায়, বড় বড় তারকাদের বাড়ির জৌলুসকে কার্যত ম্লান করে দিতে চলেছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের এই স্বপ্নের বাড়ি।