আবেগের সবমাত্রা ছাপিয়ে গেল। ২২ বছর পর তারা সিংয়ের প্রত্যাবর্তনে বক্স অফিস কেঁপে গেল। পাঠান যদি শাহরুখ খানকে বাদশার মুকুটের ফিরিয়ে দেয়, তাহলে 'গদর টু' ফিরিয়ে দিল সানি দেওল ইজ কিংয়ের শিরোপা। দেশের বক্স অফিসে 'গদর টু 'মোট ৪০ কোটি ১০ লক্ষ টাকার ব্যবসা করল। শাহরুখ খানের পাঠান এর থেকে রিলিজের দিনে ৫৭ কোটির ব্যবসা করেছিল। যশরাজ ফিল্মসের এই সিনেমার বাজেট অনেকটা বেশী ছিল।
'গদর টু'-র বক্স অফিস রাজের একটা বড় দিক হল সিঙ্গল স্ক্রিন থেকে ব্যবসা। সাম্প্রতিক কালে দেখা গিয়েছে মেগা হিট সিনেমাগুলির ব্যবসার বেশীরভাগটাই আছে মাল্টিপ্লেক্সের ন্যাশানল চেন থেকে। সেই সব হিট সিনেমার ৮০ শতাংশই আসে পিভিআর, আইনক্স, সিনেপোলিসের মত ন্য়াশানল চেন থেকে। কিন্তু গদর টু সিঙ্গল স্ক্রিন, অপেক্ষাকৃত ছোট সিনেমা হল, মফস্বলের সিনেমা হলগুলোতে পুরোপুরি ছেয়ে গিয়েছে। গদর টু দেখতে অনেকেই হ্যান্ডপাম্প, হাতুড়ির রিপ্লেকা হাতে দেখা গিয়েছে। আজ, শনিবার, ও কাল রবিবার, তারপর মঙ্গলবার স্বাধীনতা দিবস। আগামী চারদিন 'গদর টু' রেকর্ড ব্যবসা করতে পারে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন-কর্মীদের ESI-এর টাকা জমা না দেওয়ার জের, জেলের সাজা বর্ষীয়ান অভিনেত্রী জয়াপ্রদার
দেখুন টুইট
#SunnyDeol unleashes his power… All pre-release calculations / estimations go for a toss… #Gadar2 RUNS RIOT at the #BO, is SENSATIONAL on Day 1… FLYING START all over… SECOND HIGHEST OPENER OF 2023… Fri ₹ 40.10 cr. #India biz.
Mass sectors and single screens are on a… pic.twitter.com/XGYWlDk0T9
— taran adarsh (@taran_adarsh) August 12, 2023
চিত্র সমালোচকরা 'গদর টু'-কে মাঝারি নম্বর দিচ্ছেন। সিনেমার গান মুগ্ধ করেছে। গল্প একেবারেই ছেনে ছকে হেঁটেছে। যেখানে সানি দেওল তাঁর ছেলে জিতেকে পাকিস্তান থেকে নিয়ে আসতে গিয়ে একা লড়াই করছেন। সিনেমার অ্যাকশন একেবারেই পুরনো স্টাইলে এবং অতি রঞ্জিত। সংলাপেও তেমন চমক নেই। তবে অনিল শর্মার 'গদর টু' পুরোপুরি নস্টালজিয়া আর আবেগের ফ্যাক্টারে জোর দিয়ে বানানো হয়েছে। তাই গদর টু সিনেমা হিসেবে তেমন কিছু না হলেও, নস্টালজিয়ার নৌকায় গা ভাসিয়ে অনেকটা দূর চলে যাচ্ছে। গদর টু পুরোটাই তারা সিং, আবেগ আর নস্টালজিক গান ও সংলাপের।