এই পাঁচ মহাতারকা ক্রীড়াবিদের Biopic সিনেমা তৈরির পরিকল্পনা চলছে
Usain Bolt, Serena Williams, Rafael Nadal. (File Photo)

স্পোর্টস ডেস্ক: ক্রীড়াবিদদের জীবনের উত্থান-পতন সিনেমার চেয়ে কম কিছু নয়। তারকা ক্রীড়াবিদদের জীবন অনেক সময়ই মানুষের মনে জায়গা করে নেয়। সেই খেলোয়াড়ের হার-জিতের সঙ্গে মানুষ নিজেদের জড়িয়ে নেয়। আর এই জন্যেই হলিউড (Hollywood) থেকে বলিউড (Bollywood), এমনকি আমাদের টলিউডেও ক্রীড়াবিদদের জীবনী নিয়ে সিনেমা হয়। 'ভাগ মিলখা ভাগ' (Bhaag Milkha Bhaag) থেকে 'মেরি কম' (Mary Kom), 'সচিন আ বিলিয়ান ড্রিমস'( Sachin: A Billion Dreams)। বলিউডে স্পোটর্স বায়োপিক মানেই হিট। এর আগে মিলখা সিং (Milkha Singh), মেরি কম, মহাবীর সিং ফোগাট (Mahavir Singh Phogat) মতো অনেকের গল্পই উঠে এসেছে বড়পর্দায়। এছাড়া মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin), মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)-র মত বিখ্যাত ক্রিকেটারদের বায়োপিকও তৈরি হয়েছে।

হলিউডে রকি (Rocky) থেকে ব্রায়ান সংস (Brayan Songs), মিরক্যাল- বহু স্পোর্টস বায়োপিক সিনেমা মানুষের মনে জায়গা করে নিয়েছে। চলতি বছর বেশ কয়েকটা স্পোর্টস বায়োপিক হলিউড-বলিউডে রিলিজ হতে চলেছে। বলিউডে যেমন ইতিমধ্যেই সাইনা নেহওয়ালের জীবনীর ওপর সিনেমা তৈরি হচ্ছে। আসুন এই প্রতিবেদনে দেখে নিই, এমন কিছু স্পোর্টস বায়োপিক তৈরির পরিকল্পনা--

৫) রাফায়েল নাদাল (Rafael Nadal)

ক্লে কোর্টের কিং রাফায়েল নাদালের জীবনটা বেশ ওঠাপড়ার, নিজের শরীর-জেদের সঙ্গে লড়াইয়ের। নাদালের জীবনী নিয়ে সিনেমা বানাতে ইতিমধ্যেই অ্যামজন প্রাইম তোড়জোড় চালাচ্ছে বলে খবর। নাদালের আত্মজীবনীমূলক বই- 'রাফা মাই স্টোরি'-টা পড়ে দেখতে পারেন। অনুপ্রেরণার রসদ পাবেন। নাদালের আত্মজীবীনীমূলক সিনেমাতেও নাকি থাকতে চলেছে নানা রাফাকে নিয়ে অজানা ছোট ছোট অনেক কাহিনি। রজার ফেডরারকে লকার রুমে একবার কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে ছিলেন রাফা। সেই কথা দিয়েই নাকি এই বায়োপিকের শুরু হবে। যদিও সবটাই ইন্টারনেটের কিছু ওয়েবসাইটের খবর।

৪) উসেইন বোল্ট (Usain Bolt)

বিশ্বের অন্যতম সফলতম অ্যাথলিট তথা বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্টের বায়োপিক সিনেমা তৈরির পরিকল্পনা চলছে অনেকদিন ধরে। তবে নেটফ্লিক্স-এবার বোল্টের জীবনী নিয়ে অরিজিন্যাল বানানোর কথা প্রায় চূড়ান্তই করে ফেলেছে। মাত্র ৯.৫৮ সেকেন্ডে দৌড়ে অলিম্পিকে সোনা জিতে বিশ্বরেকর্ড গড়া জামাইকান বিদ্যুতের ট্র্যাক আর ট্র্যাকের বাইরের জীবনটা বেশ রঙীন। বোল্টের জীবনে যেমন আছে সংগ্রামের কাহিনি, চূড়ান্ত সাফল্য, যৌন কেলেঙ্কারি, তেমনই তার শেষ দৌড় শেষ না করতে পারার বেদনা। সব মিলিয়ে বোল্টের বায়োপিক সিনেমার অপেক্ষায় সবাই।

৩) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মানেই গোল, রোনাল্ডো মানেই ট্রফি। আবার রোনাল্ডোর সঙ্গে জড়িয়ে ফার্গুসনের জুতো কাণ্ড থেকে মার্কিন বারে ধর্ষণ কাণ্ডও। রোনাল্ডোর চরিত্রটাই আসলে নানা রঙের।

২) সেরেনা উইলিয়ামস (Serena Williams)

টেনিসের সর্বকালের সেরাদের অন্যতম। ২৪টা গ্র্যান্ডস্লাম জয়ী মার্কিন কিংবদন্তি সেরেনার মত অত ট্রফি আর কেউ জেতেননি। তবু সেরেনাকে তাঁর চেহারা ও গায়ের রঙের জন্য কম কথা শুনতে হয়নি। সেরেনা সব বাধা কাটিয়ে সাফল্যের নতুন সংজ্ঞা লিখেছেন। হলিউডের এক বিখ্যাত প্রয়োজনা সংস্থা সেরেনার বায়োপিক সিনেমা তৈরির পরিকল্পনা করছে।

১) টাইগার উডস (Tiger Woods)

সাফল্যের সর্বোচ্চ সিঁড়ি ওঠার পর আচমকাই অনেকটা নিচে পড়ে গিয়েছিলেন। গোটা দুনিয়া যখন তাঁর দিকে আঙুল তুলেছিল, তখন তিনি যেভাবে ফিরে এসে ইতিহাস গড়লেন, তাতে গোটা দুনিয়া চমকে গেল। গত মাসেই পঞ্চম মাস্টার্স খেতাব জেতেন টাইগার উডস। একই সঙ্গে ১৫টি মেজর খেতাবও তাঁর দখলে। আমেরিকার সর্বোচ্চ নাগরিক সম্মানও তাঁকে দেওয়া হয়েছে। অথচ এই উডস জেল খেটেছেন, স্ত্রী-র সঙ্গে প্রতারণা করে ১৮ জন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। চোট পেয়ে হাঁটতে পর্যন্ত পারতেন না। সেই উডসের বায়োপিক সিনেমা আগামী বছর থেকে শুরু হওয়ার কথা।