মুম্বই, ১৩ জুলাইঃ অভিনেত্রী এলি আব্রামকে (Elli AvRam) কোলে তুলে ছবি শেয়ার করেছেন ইউটিউবার আশীষ চঞ্চলানি (Ashish Chanchlani)। অভিনেত্রীর হাতে একগোছা লাল হলুদ রঙের গোলাপ। ছবির ক্যাপশনে আশীষ লিখেছেন 'অবশেষ'। শনিবার ইউটিউবারের সোশ্যাল হ্যান্ডেল থেকে সেই ছবি গোটা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আশীষের সঙ্গে এলির প্রেমের গুঞ্জন ছিল আগে থেকেই। কারণ মাঝেমধ্যেই একসঙ্গে বিভিন্ন ইভেন্টে দেখা যেত তাঁদের। এই ছবি যেন সেই গুঞ্জনে সিলমোহর বসিয়েছে। ইউরোপের কোন শহরে শান্ত লেকের ধারে প্রেম যাপন করছেন এলি ও আশীষ।
আরও পড়ুনঃ 'অবশেষে' এলির সঙ্গে আশীষের প্রেমে সিলমোহর, প্রেমিকাকে কোলে তুলে ছবি শেয়ার ইউটিউবারের, দেখুন
তবে আশীষের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শুরুর বহু আগে বলিউড ভাইজানের (Salman Khan) সঙ্গে নাম জড়িয়েছিল সুইডিস-গ্রিক অভিনেত্রী এলির। ২০১৩ সালে 'বিগ বস সিজিন ৭'-এ (Bigg Boss 7) প্রতিযোগী হয়ে এসেছিলেন তিনি। বাকি প্রতিযোগীদের মধ্যে এলিকে বিশেষ চোখে দেখতেন সলমন খান। এমনকি শো শেষের পর সলমনের বাড়ির বিভিন্ন অনুষ্ঠান, পার্টিতে দেখা গিয়েছে এলিকে। আর সেই থেকেই সলমনের সঙ্গে এলির সম্পর্কের গুঞ্জন ছড়ায়।
সলমন খানের সঙ্গে এলি আব্রামের সম্পর্কের গুঞ্জন
বিগ বস ৭-এর ঘরে এলিকে (Elli AvRam) বাকিদের তুলনায় বাড়তি গুরুত্ব দিয়েছিলেন সলমন খান (Salman Khan)। এ কথা নিজেও মানেন অভিনেত্রী। হিন্দুস্তান টাইমসের সঙ্গে একদা সাক্ষাৎকারে এলি বলেন, 'শো'তে তিনি আমায় যেভাবে গুরুত্ব দিয়েছিলেন তাঁর জন্যে আমি ধন্য'। সলমন খানকে নিজের গডফাদার, পরামর্শদাতা হিসাবে ব্যাখা দিয়েছেন এলি। তাঁর কেরিয়ারের বিভিন্ন সিদ্ধান্তে ভাইজান তাঁকে সুপরামর্শ দিয়েছেন। তাই জোর গলায় অভিনেত্রী বলেছিলেন, তাঁর সমস্ত সাফল্যের কৃতিত্ব সলমনের।
সলমনের ফ্যাশন ব্র্যান্ড 'বিইং হিউম্যান'-এর (Being Human) প্রচার এবং বিজ্ঞাপনের জন্যেও কাজ করেছেন এলি। তবে সলমনের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন কখনই পত্তা দেননি তিনি। বরং জানান, গুজবে যত পাত্তা দেওয়া হবে সেটা তত বাড়বে। তাই চুপ থাকাই ভালো। একটা সময় পর নিজে থেকেই গুজব থেমে যাবে।