Diljit Dosanjh (Photo Credit: Instagram)

দিল্লি, ২৯ অক্টোবর: এবার শিখ ফর জাস্টিসের  (SFJ) কখ্যাত খালিস্তানি জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুনের হুমকির মুখে পড়লেন দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। অস্ট্রেলিয়ায় (Australia)দিলজিৎ-এর যে অনুষ্ঠানের কথা রয়েছে, তা বন্ধের ডাক দেয় কুখ্যাত খালিস্তানি জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুন।

প্রসঙ্গত আগামী ১ নভেম্বর অস্ট্রেলিয়ার দিলজিতের (Diljit Dosanjh Gets Threat) অনুষ্ঠান করার কথা রয়েছে। ১ নভেম্বরের ওই অনুষ্ঠান যাতে বন্ধ করা যায়, তার ডাক দেয় কুখ্যাত খালিস্তানি জঙ্গি সংগঠন।

শিখ ফর জাস্টিসের তরফে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে জানানো হয়, 'অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে দিলজিৎ ১৯৮৪ সালের শিখ গণহত্যার প্রত্যেক মানুষ, প্রত্যেক বিধবা এবং প্রত্যেক অনাথ শিশুকে অপমান করেছেন।' অমিতাভ বচ্চনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পান্নুন বলে, বিগ বি-র পা ছুঁয়ে শিখ গণহত্যার প্রত্যেকটি মানুষকে অপমান করেছেন দিলজিৎ।

শিখ ফর জাস্টিস কেন দিলজিতের বিরোধিতা করছে হঠাৎ করে?

অমিতাভ বচ্চনের পা ছোঁয়াতেই দিলজিতকে হুমকি দিল এসএফজে...

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত শিখ ফর জাস্টিস নামের ওই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। কানাডায় ভারতের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেওয়া কিংবা ভারতীয় আধিকারিকরা সেখানে গেলে, তাঁদের উপর হামলা এবং প্রতিরোধের ছক সময় করে গুরপতওয়াত সিং পান্নুন এবং তার নিয়ন্ত্রণাধীন শিখ ফর জাস্টিস। আর এবার দিলজিৎ সিং দোসাঞ্জকে সরাসরি হুমকি দিল এই খালিস্তানি জঙ্গি সংগঠন।