ইতিহাস গড়লেন দীপিকা পাডুকোন (Deepika Padukokne)। প্রথম ভারতীয় হিসাবে কাতারে (Qatar) ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) ট্রফি উন্মোচন করলেন তিনি। ভারতের জয় ইতিহাসের পাতায়। রবিবার কাতারের লুসেল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ফ্রান্স (Argentina vs France)। ফাইনাল শুরু হওয়ার আগে বিশ্বকাপের ট্রফি নিয়ে আসা হয় মাঠে। ভারতের অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone in FIFA World Cup 2022) এবং স্পেনের প্রাক্তন ফুটবলার ইকের ক্যাসিয়াস এই ট্রফি (FIFA World Cup 2022 Trophy) মাঠে নিয়ে এসেছিলেন। জাতীয় দলের জার্সি গায়ে আবার দেখা যাবে মেসি ম্যাজিক, এখনই অবসর নয় জানালেন মেসি স্বয়ং
গোল্ডেন রেসিও অফ বিউটি অনুসারে বিশ্বের সেরা ১০ সুন্দরীদের তালিকায় দীপিকা (Deepika Padukone) হলেন একমাত্র ভারতীয় মহিলা। সেই কারণেই এই বিশেষ সম্মানের জন্যে দীপিকাকেই বাছাই করা হয়েছিল। স্টেডিয়ামে হাজার হাজার ক্যামেরা লক্ষ লক্ষ মানুষের সামনে ভারতকে গর্বিত করে ট্রফি উন্মোচন করেছিলেন অভিনেত্রী। সেই মুহূর্ত ভারতীয়দের জন্যে এক চরম গর্বের মুহূর্ত। ভারতীয়দের গর্বে গর্বিত ছিলেন দীপিকাও (Deepika Padukone in FIFA World Cup 2022)। তাঁর মুখের উজ্জ্বল হাসি তা বুঝিয়েছে।
The World Cup trophy has arrived! 🔥
In the picture: Iker Casillas (Spanish Legend) and Deepika Padukone (Bollywood Actress) pic.twitter.com/5RWayEhsJ4
— FC Barcelona Fans Nation (@fcbfn_live) December 18, 2022
এই ট্রফি (FIFA World Cup 2022 Trophy) হাত দেওয়ার অধিকার খুব কম লোকেরই থাকে। যার মধ্যে রয়েছেন প্রাক্তন বিশ্বকাপ অধিনায়কেরা। সেই সম্মান এবার পেলেন ভারতীয় অভিনেত্রীও। ফিফা বিশ্বকাপের এই ট্রফির ওজন ৬.১৭৫ কেজি। যা ১৮ ক্যারট সোনা এবং ম্যালাশিট দিয়ে তৈরি। মূল ট্রফিটি ফিফার অধীনেই থাকবে। কিন্তু বিজয়ী দলকে কিছু সময়ের জন্যে দেওয়া হয় এই ট্রফি। তারপর একটি রেপ্লিকা ট্রফি সেই দলকে দেওয়া হয়। যা গোল্ড প্লেটেড হয়ে থাকে। ১৯৮৬ সালের পর এবার ২০২২ ফিফা বিশ্বকাপের ট্রফি মেসির (Lionel Messi) হাত ধরে আর্জেন্টিনার (Argentina) ঘরে গেল।