Byomkesh O Durgo Rahasya: মুক্তি পেল দেবের ব্যোমকেশ ও দূর্গ রহস্যের ট্রেলার, সকলকে চমকে হাজির সৃজিত-অনির্বান-সোহিনী (দেখুন ভিডিও)
Byomkesh Trailer Launch Photo Credit: Youtube@Dev Entertainment Ventures

শরদিন্দু বন্দ্যোপাধ্যয়াের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য়’কে ১১ অগাস্ট বড় পর্দায় নিয়ে আসছেন দেব। প্রথমবার ব্য়োমকেশের চরিত্রে টলিউড সুপারস্টার। সেই নিয়ে কম কটূক্তি শুনতে হয়নি দেবকে।তবে সব সমালোচনাকে দূরে সড়িয়ে বৃহস্পতিবার মুক্তি পেল দেবের আসন্ন ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর ট্রেলার। আর ট্রেলার লঞ্চের ইভেন্টে একজোট টলিপাড়ার দুই ব্যোমকেশ শিবির।

ব্যোমকেশের ওই একই গল্প নিয়ে অনির্বান ও সোহিনীকে নিয়ে সৃজিত যে ওটিটিতে ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে আসছেন, এ খবর তো কারও অজানা নয়! এমতাবস্থায় দুই পক্ষের সম্মুখ সমর নিয়ে যখন জোর জল্পনা তখন দেবের ট্রেলার লঞ্চে হাজির হলেন সৃজিত-অনির্বাণ-সোহিনী। টলিপাড়ার ইতিহাসে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা।গত কয়েক মাসের দ্বন্দ্ব, সমালোচনা, রেষারেষি ভুলে দেবের হয়ে গলা ফাটালেন সৃজিত-সোহিনি-অনির্বাণরা। 

দেখুন সেই ট্রেলার এবং ট্রেলার লঞ্চের ছবি-