স্কুলের পরে ডিপ্লোমা নিয়েছিলেন কেটারিং-এ। কিন্তু পরে তাঁর চলার পথ ঘুরে গিয়েছিল সম্পূর্ণ অন্যদিকে। নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন দেশের সেরা ডিজাইনারদের (Fashion Designer) মধ্যে একজন হিসেবে। পাশাপাশি ছিলেন এলজিবিটি আন্দোলনের অন্যতম মুখ। কাজের মতোই বর্ণময় ওয়েন্ডেল রডরিক্সের (Wendell Rodricks) জীবন। রডরিক্সের জন্ম ১৯৬০ সালের ২৮ মে। বুধবার বিকেলে গোয়ায় নিজের বাসভবনেই মারা যান তিনি (Wendell Rodricks Passes Away)।
গোয়ার এক ক্যাথলিক পরিবারে। পড়াশোনা মাহিমের সেন্ট মাইকেল হাই স্কুলে। কেটারিংয়ে তিনি স্নাতক হন। এরপর ১৯৮২ সালে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যোগ দেন মাসকটের রয়্যাল ওমান পোলিস অফিসার্স ক্লাবে।কিন্তু এই পেশায় বেশিদিন থাকলেন না। অর্থ (Money) জমিয়ে পাড়ি দিলেন প্রথমে লস অ্যাঞ্জেলস, তারপর প্যারিস। ফ্যাশন নিয়ে পড়বেন বলে। উচ্চশিক্ষার শেষে ইন্টার্নশিপে যোগ দেন লিসবনের ন্যাশনাল ইনস্টিটিউট অব কস্টিউম অ্যান্ড ফ্যাশন-এ। তারপর নিউ ইয়র্কের ফ্যাশন ইনস্টিটিউট অব টেকনোলজিতে। বুধবার বিকেলে গোয়ায় নিজের বাড়িতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ওয়েন্ডেল রড্রিক্সের। মাত্র ৫৯ বছর বয়সে তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফ্যাশন জগত এবং বলিউডেও। বহু সেলেব্রিটি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মন ছুঁয়ে যাওয়া সোশ্যাল পোস্টে। বাদ গেলেন না অনুষ্কা শর্মাও। বর্তমানে তিনি স্বামী বিরাট কোহলির সঙ্গে নিউ জিল্যান্ড সফরে গিয়েছেন। সেখান থেকে পোস্ট করলেন তাঁর শোকবার্তা। ইনস্টাগ্রামে ওয়েন্ডেল রড্রিক্সের সঙ্গে র্যাম্প হাঁটার একটি ছবি পোস্ট করেন অনুষ্কা। ছবির পাশে লেখেন, ‘নিউ জিল্যান্ডে ঘুম ভাঙল ওয়েন্ডেল রড্রিক্সের অকাল মৃত্যুর খবরে। উনি বর্তমান সময়ের আইকনিক এবং অরিজিনাল ডিজাইনার ছিলেন। একই সঙ্গে লড়াই চালিয়েছেন LGBT অধিকার নিয়েও। ব্যাঙ্গালোরের একটি ফ্যাশন শোয়ে দেখে উনি একদিন আমাকে মুম্বইয়ে ডেকে পাঠান। ফ্যাশন উইক-এর ফিনালে শো-এ সুযোগ দেন। অনেকের মধ্যে উনি অন্যতম মানুষ ছিলেন যাঁর জন্যে ব্যাঙ্গালোর থেকে মাত্র ১৮ বছর বয়সে মুম্বই আসার সাহস করি আমি। মডেলিং-কে পেশা হিসেবে নিই। রেস্ট ইন পিস ওয়েন্ডেল। জেরম এবং ওঁর পরিবার-বন্ধুদের জন্যে আমার প্রার্থনা ও ভালোবাসা রইল।’ আরও পড়ুন: Hero Alam: এবার ছবি প্রযোজনায় আসছেন হিরো আলম, ছবির নাম ‘সাহসী হিরো আলম’
মডেলিং (Modeling) দিয়েই কেরিয়ার শুরু করেন অনুষ্কা শর্মা। ২০০৭ সালে প্রথমবার ওয়েন্ডেল রড্রিক্সের জন্যে ল্যাকমে ফ্যাশন উইকের র্যাম্পে হাঁটেন তিনি।