Hrithik Roshan, Vijay Sethupathi (Photo Credit: Twitter)

বুধবার সবে সবে মুক্তি পেয়েছে বিক্রম ভেদা-র (Vikram Vedha) টিজার। যেখানে হৃতিক রোশন এবং সইফ আলি খানের এক এক ঝলক দেখা মিলেছে। বিক্রম ভেদা-র টিজার মুক্তি পেতেই একের পর এক মন্তব্য উঠে আসতে শুরু করে। যার জেরে সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। হৃতিক রোশন একেবারেই বিজয় সেতুপতির ওজি ভেদা-র চরিত্রে মানানসই নন। হৃতিক রোশনকে ভেদার চরিত্রে ভাল লাগছে না বলে অনেকে মন্তব্য করেন। টিজার মুক্তি পাওয়ার পর থেকেই কার্যত ট্রোলের বন্যা বয়ে যায় হৃতিককে নিয়ে।

 

কেউ কেউ আবার বিক্রম ভেদা-র টিজার মুক্তি পেতেই সিনেমা বয়কটের ডাকও দিয়ে ফেলেন। সবকিছু মিলিয়ে সইফ আলি খান এবং হৃতিক রোশনের এই সিনেমার টিজার নিয়ে না-খুশ দর্শকদের একাংশ।