Tanuja Health Update: আইসিইউ-তে ২৪ ঘণ্টা পার, কেমন আছেন তনুজা? হাসপাতাল থেকে মিলল খবর
Tanuja (Photo Credits: Facebook)

Tanuja Health Update: বলিউডের প্রবীণ অভিনেত্রী তনুজা (Tanuja ) ভর্তি রয়েছেন মুম্বই জুহুর এক বেসরকারি হাসপাতালে। বার্ধক্য়জনিত সমস্যার কারণে রবিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয়েছিল আইসিইউ-তে (ICU)। বর্ষীয়ান অভিনেত্রীর অসুস্থতার খবর পেতেই উদ্বিগ্নতা প্রকাশ করেন তাঁর শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে অনুরাগীরা। ২৪ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে হাসপাতালে রয়েছেন তনুজা। কেমন আছেন তিনি?

এক জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার বিকেলেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন প্রবীণ অভিনেত্রী (Tanuja)। জুহুর ওই হাসপাতালে ফোন করা হলে হাসপাতাল থেকেই তনুজার ছাড়া পাওয়ার খবর দেওয়া হয়। আরও জানানো হয়, অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিন্তার কোন কারণ নেই। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, রবিবার বাড়িতে কিছু খেয়েছিলেন প্রবীণ অভিনেত্রী (Tanuja)। যার জেরে বমি শুরু হয় তাঁর। এরপরেই সন্ধ্যায় তনুজাকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর পরিবার। মা হাসপাতালে ভর্তি সেই খবর পেতেই ছুটে আসেন মেয়ে কাজল (Kajol)। আসেন জামাই অজয় দেবগণও (Ajay Devgn)।