Sushant Singh rajput, Rhea Chakraborty (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ এপ্রিল: রোডিস-এ রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) হাজিরাকে কেন্দ্র করে চোটে যান সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh rajput) দিদি প্রিয়াঙ্কা সিং। এমনকী রিয়াকে দেহ ব্যবসায়ী বলেও কটাক্ষ করেন প্রিয়াঙ্কা। যা নিয়ে জোর কদমে শোরগোল শুরু হয়ে পালটা বিবৃতি প্রকাশ করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, কাউকে নির্দিষ্টভাবে তিনি কোনও আক্রমণ করেননি। সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে বলেও দাবি করেন প্রিয়াঙ্কা। দেখুন সুশান্ত সিং রাজপুতের দিদির ট্যুইট...

আরও পড়ুন: Sushant Singh Rajput’s Sister Slams Rhea Chakraborty: রিয়া চক্রবর্তীকে 'দেহ ব্যবসায়ী' বলে অশ্লীল আক্রমণ সুশান্তের দিদির

সম্প্রতি রিয়া চক্রবর্তী নিজের সোশ্যাল হ্যান্ডেলে রোডিস-এর প্রমো শেয়ার করেন।  জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে তিনি গ্যাং লিডার হিসেবে হাজির হচ্ছেন বলে জানান রিয়া।  অভিনেত্রীর স্টেটাস দেখে পালটা কটাক্ষ করেন সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা সিং।  রিয়াকে একের পর এক আক্রমণ করলে,তা  নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা শুরু হয়ে যায়।

এরপরই পালটা চাপে পড়ে নয়া বিবৃতি প্রকাশ করেন প্রয়াত অভিনেতার দিদি।