মুম্বই, ১৪ জুনঃ ১৪ জুন, ২০২০ সালে বান্দ্রার ফ্ল্যাটে ঠিক কী ঘটেছিল! এখনও অজানা প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) পরিবারের কাছে। পুলিশ সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে দিলেও ময়নাতদন্তের সেই তথ্য আজও নামতে নারাজ অভিনেতার পরিবার। ভাইয়ের চার বছরের মৃত্যুবার্ষিকীতেও তাঁর মৃত্যু রহস্য অজানা থাকায় অসহায়ের মত দিদি শ্বেতা লিখলেন, 'ভাই আমাদের ছেড়ে গিয়েছে চার বছর হয়ে গিয়েছে। আমরা এখনও জানি না ১৪ জুন ২০২০ সালে কী ঘটেছিল। তাঁর মৃত্যু একটি রহস্য হিসাবে রয়ে গিয়েছে। আমি অসহায়ের মত সত্যের জন্য কর্তৃপক্ষের কাছে অসংখ্যবার অনুরোধ জানিয়েছি। ধীরে ধীরে আমি ধৈর্য হারাচ্ছি। হাল ছেড়ে দেওয়ার মত অনুভব করছি'।
চার বছর আগে আজকের দিনেই মুম্বইয়ের (Mumbai) বান্দ্রা এলাকার ফ্ল্যাট থেকে তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার হয়েছিল। সকাল সকাল টিভি চ্যালেনগুলোতে প্রকাশিত সেই খবর যেন নিজের চোখে কেউ বিশ্বাস করতে পারছিল না। অভিনেতার মৃত্যুর খবর পেয়েই তাঁর আবাসনের নীচে ভিড় জমিয়েছিল কয়েক শো ভক্তরা। সুশান্তের মৃত্যু রহস্য সন্ধানে মাদক যোগ থেকে শুরু করে বলিউডের স্বজনপোষণ উঠে এসেছিল একাধিক তথ্য। অভিনেত্রী রিয়া চক্রবর্তীর হাজতবাসও হয়েছিল। তবে সমস্ত তথ্য নস্যাৎ করে ময়নাতদন্তের রিপোর্টে দেখানো হয়, আত্মহত্যা করেই মৃত্যু হয়েছে সুশান্তের।
শ্বেতার পোস্ট...
View this post on Instagram
তরুণ অভিনেতার মৃত্যুর কারণ জানতে চেয়ে তাঁর পরিবারের পাশাপাশি ভক্তরাও এগিয়ে এসেছিল। 'জাস্টিস ফর সুশান্ত' নামে এক্স হ্যান্ডেলে একাধিক পেজ রয়েছে। অভিনেতার সেই সকল ভক্তদের উদ্দেশ্যে শ্বেতার অনুরোধ, 'এই মামলায় যারা সাহায্য করতে পারেন তাদের প্রত্যেকের কাছে আমি জানতে চাই, আমার ভাই সুশান্তের কী হয়েছিল তা জানার অধিকার কি আমাদের নেই? এটা কেন রাজনৈতিক এজেন্ডা হয়ে গেল? সেদিন ওঁর ফ্ল্যাট কী পাওয়া গিয়েছিল এবং সেখানে কী ঘটেছিল তা কেন জানানো হল না? অনুগ্রহ করে আমাদের পরিবারকে এই মামলা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুণ। আমাদের পাশে থাকুন। সত্যিটা জানতে আমাদের সাহায্য করুণ'।