Sunny Sanskari Ki Tulsi Kumari: বরুণের আপকামিং ছবির নায়িকা জাহ্নবী, পরিচালনায় শশাঙ্ক

বাওয়াল-এর (Bawaal) পর ফের একবার জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) সঙ্গে জুটি বাধতে চলেছেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। করণ জোহারের (Karan Johar) ধর্মা প্রোডাকশনের (Dharma Production) পরবর্তী ছবি সানি সংস্কারি কি তুলসী কুমারিতে (Sunny Sanskari Ki Tulsi Kumari)  নাম ভূমিকায় দেখা যাবে এই দুই তারকাকে। ছবির পরিচালনা করতে চলেছেন শশাঙ্ক খৈতান (Shashank Khaitan)। সিনেমাটি বড়পর্দায় মুক্তি পাবে ১৮ এপ্রিল ২০২৫-এ অর্থাৎ গুড ফ্রাইডে-র উইকেন্ডে। বৃহস্পতিবার মুক্তি পেল ছবিপ অ্যানাউন্সমেন্ট টিজার।

বরুণ-শশাঙ্ক জুটির এর আগের দুটি ছবি বক্সঅফিসে মোটামুটি সফল। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’র পর কি এবার এই জুটির তৃতীয় ছবি দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে? যদিও অতীতের দুটি ছবিতে একটা নিয়ে কমন ছিল, সেটা হলেন ছবির নায়িকা আলিয়া ভাট (Alia Bhatt)। তাঁর দুর্দান্ত অভিনয় এবং বরুনের সঙ্গে কেমিস্ট্রি বেশ ভালোই বেশেছিল দর্শকরা। অন্যদিকে শশাঙ্কের পরিচালিত ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন জাহ্নবী। কিন্তু বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল সেই ছবি।

এবার সানি সংস্কারি কি তুলসী কুমারি ছবিতে বরুণের সঙ্গে জুটি বাধবেন জাহ্নবী কাপুর। এমনিতেই শ্রীদেবী কন্যার অভিনয় নিয়ে সমালোচনা তো আছেই। এমনকী এই জুটির আগের ছবি অর্থাৎ ‘বাওয়াল’ও সেভাবে দর্শকদের নজর ঘোরাতে পারেনি। ফলে আপকামিং ছবিতে বরুণ-জাহ্নবী আদৌ কি সেভাবে ম্যাজিক তৈরি করতে পারবে, এখন সেটাই দেখার।