মুম্বই, ২০ জুন: 'দ্য ব্রোকেন নিউজ' মুক্তির পরপরই তা দর্শকদের মন জয় করে নেয়। দ্য ব্রোকেন নিউজে যেমন দর্শকদের মন জয় করে নেন শ্রিয়া পিলগাঁওকর, তেমনি তুখোড় অভিনয় করেন জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat)। সোনালী বেন্দ্রেও (Sonali Bendre) ফের দর্শকদের মনে জায়গা করে নেন এই ওয়েব সিরিজ দিয়ে। দ্য ব্রোকেন নিউজ মুক্তির পর এবার 'সাকসেস পার্টিতে' মেতে উঠলেন সোনালী বেন্দ্রে এবং জয়দীপ আহলাওয়াত। জয়দীপ এবং সোনালীকে একসঙ্গে নাচতে দেখা যায় 'সাকসেস পার্টিতে'। শুধু তাই নয়, জয়দীপ আহলাওয়াতকে যাঁরা কখনও নাচতে দেখেননি, তাঁদের জন্য এই ভিডিয়োটি বলেও মন্তব্য করেন অভিনেতা। দেখুন...
View this post on Instagram
ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর 'দ্য ব্রোকেন নিউজ' দিয়ে ফের কামব্যাক করেন সোনালী বেন্দ্রে। যেখানে তাঁকে জনপ্রিয় সঞ্চালক আমিনা কুরেশির ভূমিকায় দেখা যায়। দীর্ঘ কয়েক বছর পর সোনালী বেন্দ্রেকে ফিরতে দেখে খুশি দর্শক।
আরও পড়ুন: Agnipath: অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীর নিয়োগে বড় ঘোষণা কেন্দ্রের, দেখুন
অন্যদিকে শ্রিয়া পিলগাঁওকরকে দেখা যায় রাধা ভরদ্বাজের ভূমিকায় এবং জয়দীপ আহলাওয়াত হন দীপঙ্কর সান্যাল।