Elvis Yadav (Photo Credit: Instagram)

দিল্লি, ২২ মার্চ: এলভিস যাদবের (Elvish Yadav) গ্রেফতারির পর তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ করলেন পশু অধিকারের সঙ্গে যুক্ত ২ ব্যক্তি। ফলে ওই ২ ব্যক্তি পাঞ্জাব এবং হরিয়ানা আদালতের দ্বারস্থ হন। হুমকির পর তাঁদের প্রাণের ঝুঁকি রয়েছে। ফলে নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হন ২ পশু অধিকার কর্মী। সৌরভ গুপ্তা এবং গৌরব গুপ্তা নামে ২ পশু অধিকার কর্মীকে হুমকি দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা এই দুই ভাই কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর সংস্থার সঙ্গে যুক্ত বলে দাবি করেন।

আরও পড়ুন: Elvish Yadav: রেভ পার্টিতে সাপের বিষ সরবারহ করতেন এলভিস যাদব, স্বীকারোক্তি ইউটিউবারের: সূত্র

গৌরব এবং সৌরভের অভিযোগ, গত বছর তাঁরাই এলভিস যাদবের ভিডিয়ো শ্যুট করেন সাপের বিষ সংগ্রহ করে, তা বিভিন্ন রেভ পার্টিতে এলভিস পৌঁছে দিতেন। সেই ভিডিয়ো রেকর্ড করে,তাঁরা ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তারপরই শুরু হয় শোরগোল। এবার এলভিস যাদবের গ্রেফতারির পর তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এই দুই পশু অধিকার রক্ষা কর্মী।