Elvish Yadav (Photo Credit: Instagram)

দিল্লি, ১৮ মার্চ: রেভ পার্টিতে  সাপের বিষ সরবারহ করার অভিযোগে রবিবার গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর ইউটিউবার এলভিস যাদব ( Elvish Yadav) স্বীকার করেন, রেভ পার্টির জন্য তিনি সাপের বিষ জোগাড় করে দিতেন। পুলিশ সূত্রে মিলছে এমন খবর। প্রসঙ্গত, গত বছরে রেভ পার্টিতে নেশার জন্য সাপের বিষ জোগাড় করে দিতেন এলভিস যাদব। বিগ বস খ্যাত ইউটিউবারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে প্রথমে তিনি তা অস্বীকার করেন। তিনি কোনওভাবেই রেভ পার্টিতে সাপের বিষ জোগাড় সরবরাহ করতেন না বলে দাবি করেন এলভিস। যা নিয়ে তদন্ত শুরু হলে, রবিবার এলভিসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর জনপ্রিয় ইউটিউবার সাপের বিষ সরবারহ করার বিষয়টি স্বীকার করে নেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন: Elvish Yadav: সাপের বিষ দিয়ে নেশার অভিযোগ, ইউটিউবার এলভিস যাদবকে নোটিশ, জিজ্ঞাসাবাদ শিগগিরই

গ্রেফতারির পরই রবিবার তাঁকে আদালতে তোলা হল, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। যা নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে।