বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের মধ্যে প্রথম পাঁচে নাম রয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan is Fourth Richest Actot in World)। ভারতের মধ্যে তিনিই একজন অভিনেতা যিনি এই তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন। দেশের মধ্যে সবথেকে বেশি রোজকার করা অভিনেতা তিনি। বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শাহরুখের (Shah Rukh Khan) নাম রয়েছে চতুর্থ স্থানে। কিং খানের সম্পত্তির পরিমাণ পিছনে ফেলে দিয়েছে টম ক্রুজ (Tom Cruise), জ্যাকি চ্যানের (Jackie Chan) মত বিদেশি তারকাদেরও।
আরও পড়ুনঃ ঘুম ঠেকে উঠেই ‘নাট্টু নাট্টু’ গানে নাচ শাহরুখের, কিন্তু কেন?
বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকা, দেখুনঃ
Richest actors in the world:
?? Jerry Seinfeld: $1 Billion
?? Tyler Perry: $1 Billion
?? Dwayne Johnson: $800 million
?? Shah Rukh Khan: $770 million
?? Tom Cruise: $620 million
?? Jackie Chan: $520 million
?? George Clooney: $500 million
?? Robert De Niro: $500 million
— World of Statistics (@stats_feed) January 8, 2023
‘ওয়র্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স’এর তরফ থেকে সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকায় বিদেশি অভিনেতাদের মাঝে চতুর্থ স্থানে জ্বলজ্বল করছে ভারতীয় তারকা শাহরুখ খানের নাম (Shah Rukh Khan is Fourth Richest Actot in World)। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার। স্বাভাবিক ভাবেই প্রিয় অভিনেতার এমন এক প্রাপ্তিতে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বাদশকে।