মুম্বই, ১৯ জুলাইঃ আসন্ন ছবির শুটিং চলাকালীন আহত হলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'কিং' (King) ছবির একটি অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময়ে ঘটল বিপত্তি। পিঠে চোট পান খোদ কিং খান। এক সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, অভিনেতার আঘাতটি গুরুতর নয়। সুস্থ হয়ে উঠছেন শাহরুখ খান। তবে এই ঘটনার ফলে প্রযোজনার সময়সূচীতে প্রভাব পড়েছে। আপাতত বন্ধ রাখা হয়েছে কিংয়ের শুটিং। সেপ্টেম্বরে আবার শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ সলমনের প্রাক্তনের ফার্মহাউসে ভাঙচুর করে চুরি, ছন্নছাড়া হয়ে পড়ে জিনিসপত্র, মাথায় হাত সঙ্গীতার
কিং-এর সেটে চোট পেলেন খোদ কিং খান
কিং ছবিতে মেয়ে সুহানা খান (Suhana Khan) এবং শাহরুখকে (Shah Rukh Khan) একসঙ্গে দেখা যাবে। গত বেশ কয়েক মাস ধরেই লন্ডনে দফায় দফায় চলছে ছবির শুটিং। এরপর মুম্বইয়ে শুটিং শুরু হয়। গোল্ডেন টোবাকো স্টুডিয়োয় একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময়ে হঠাৎই পেশিতে চোট পেয়েছেন অভিনেতা। চিকিৎসার জন্যে তাঁকে তড়িঘড়ি আমেরিকা নিয়ে যাওয়া হয়। বন্ধ রাখা হয়েছে 'কিং'এর শুটিং। আপাতত বিশ্রামে রয়েছেন শাহরুখ। সূত্র এও জানিয়েছে, শীঘ্রই পরিবারের সঙ্গে কিং খানের শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা ছিল। কিন্তু চোট লাগার কারণে তাও স্থগিত হয়ে গিয়েছে।
বাবার হাত ধরে কিং ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হতে চলেছে মেয়ে সুহানা খানের। এর আগে নেটফ্লিক্সের 'দ্য আর্চিস' (The Archies) ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি করেছেন শাহরুখ তনয়া। সিদ্ধার্থ আনন্দের কিং-এ শাহরুখ, সুহানা ছাড়াও আরও রয়েছে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর, অভয় ভার্মা আরও অনেকে।