Sara Ali Khan: জন্মদিনে সারা, ছাব্বিশের জন্মদিনে 'ঘরবন্দি' অভিনেত্রী
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১২ অগাস্ট: একেবারে ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন সারা আলি খান। ভাই ইব্রাহিম খান এবং বন্ধুদের নিয়ে জন্মদিনের আনন্দে মেতে ওঠেন সারা। গোলাপী রঙের বেলুনে ঘর সাজিয়ে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন অভিনেত্রী।

দেখুন...

এবার ২৬-এ পড়লেন সারা। ছাব্বিশ বছরের জন্মদিন এক্কেবারে ঘরোয়াভাবে পালন করেলন অমৃতা-সইফ কন্যা। সারা এবং ইব্রাহিমের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন তাঁদের ঘনিষ্ঠ বন্ধু জেহান হান্ডা,  আলিয়া মেহতারা।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: জীবনের নতুন পথে করিনা,অভিনন্দন বলিউড জুড়ে

সম্প্রতি আতরঙ্গি রে-এর শ্যুটিং শেষ করেন সারা আলি খান (Sara Ali Khan)। যেখানে অক্ষয় কুমার (Akshay Kumar)এবং ধনুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। পরিচালক আনন্দ এল রাইয়ের ওই সিনেমার পর সারা আলি খানের হাতে পরবর্তী কী প্রজেক্ট রয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর মুক্তি পায় সারা আলি খান এবং বরুণ ধাওয়ানের সিনেমা কুলি নম্বর ওয়ানের সিক্যুয়েল। কিন্তু বক্স অফিসে ওই ছবি মুখ থুবড়ে পড়ে।