Sara Ali Khan (Photo Credit: Twitter)

মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরে পুজো দিয়ে সমালোচনার মুখে পড়লেন সারা আলি খান (Sara Ali Khan)। গত ২৪ জুন উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরে হাজির হয়ে পুজো করেন সারা আলি খান। গোলাপী রঙের শাড়িতে মাথায় ঘোমটা টেনে পুজো বসেন সইফ-অমৃতা কন্যা। যে ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই একের পর এক ট্রোলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। যদিও সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করতে শোনা যায়নি সারা আলি খানকে। প্রসঙ্গত এই প্রথম নয়, আর আগেও কখনও বারাণসীর ঘাটে আবার কখনও বৈষ্ণোদেবী দর্শনে গিয়ে ভক্তি ভরে পুজো করতে দেখা যায শর্মিলা ঠাকুরের নাতনিকে।