Salman Khan: 'গ্যালাক্সি'-র বারান্দা থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে জড়ো হওয়া ভক্তদের ধন্যবাদ জ্ঞাপন সলমানের, দেখুন আবেগঘন মুহূর্তের ভিডিয়ো
Photo Credits: Yogen shah

বুধবার বলিউডের বিশ্বখ্যাত অভিনেতা সলমান খানের (Actor Salman Khan) জন্মদিন। সেই উপলক্ষে প্রিয় অভিনেতাকে জন্মদিনের (birthday) শুভেচ্ছা জানাতে সকাল থেকেই মু্ম্বইয়ে (Mumbai) তাঁর বাসভবন গ্যালাক্সির (Galaxy) সামনে জড়ো হয়েছিলেন অসংখ্য গুণগ্রাহী ভক্ত (fans)। সন্ধ্যায় গ্যালাক্সির বারান্দা থেকে তাঁদের হাত নাড়িয়ে ধন্যবাদ জানান ভাইজান। যার ভিডিয়ো পোস্ট করা হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে। আরও পড়ুন: Salim Khan On Arbaaz's Wedding: অনুমতির প্রয়োজন নেই, আরবাজের দ্বিতীয় বিয়ের পর জানান বাবা সালিম খান

দেখুন ভিডিয়ো: