মুম্বই, ২৯ ডিসেম্বর: অটো চালাচ্ছেন সলমন খান (Salman Khan)। এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয় বুধবার সন্ধেয়। যেখানে সলমন খানকে প্রকাশ্যে রাস্তায় অটো চালাতে দেখা যায়। সম্প্রতি জন্মদিন উপলক্ষ্যে পানভেলের বাগান বাড়িতে যান বলিউড (Bollywood) অভিনেতা। জন্মদিন পালন করে, আপাতত েসখানেই রয়েছে সলমন। পানভেলের (Panvel) বাগান বাড়িতে থাকাকালীন বুধবার সন্ধেয় অটো চালাতে দেখা যায় বলিউড ভাইজানকে। সলমন খানের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। দেখুন ভিডিয়ো...
SALMAN KHAN Driving Auto Rikshaw Tonight! pic.twitter.com/1gUBI17UrA
— SH!VAM (@ibeingshivay) December 28, 2021
জন্মদিনের আগেই পানভেলের (Hospital) বাগান বাড়িতে চলে যান সলমন খান। বাগান বাড়িতে থাকাকালীন আচমকাই সলমনকে সাপের কামড় খেতে হয়। সাপ কামড়ানোর পর সঙ্গে সঙ্গে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৬ ঘণ্টা চিকিৎসার পর সলমনকে ছাড়া হয় হাসপাতাল থেকে।
আরও পড়ুন: Viral Video: ট্রেন থামিয়ে রেল লাইনে শুয়ে থাকা ব্যক্তির প্রাণ বাঁচালেন চালক, ভাইরাল ভিডিয়ো
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ফের বাগান বাড়িতেই ফিরে যান সলমন। পানভেলে গিয়ে সেখানে পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে ৫৬-র জন্মদিন পালন করেন সলমন। জন্মদিনের অনুষ্ঠানে অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা দেশমুখের সঙ্গে নাচতেও দেখা যায় সলমন খানকে।