Saif Ali Khan: করিনা, দুই ছেলেকে নিয়ে পতৌদি রাজপ্রাসাদে সইফের দীপাবলি
Saif Ali Khan, Kareena Kapoor Khan (Photo Credit: Twitter/ANI)

মুম্বই,  ৫নভেম্বর: পতৌদি রাজপ্রাসাদে দীপাবলিতে মাতলেন সইফ আলি খান (Saif Ali Khan), করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। দুই ছেলে তৈমুর (Taimur Ali Khan) এবং জেহকে (Jeh Ali Khan)  নিয়ে পতৌদি রাজপ্রাসাদে হাজির হন সইফ, করিনা। সেখানেই তাঁদের দীপাবলি পালন করতে দেখা যায়। সইফ, করিনার সঙ্গে দেখা যায় করিশ্মা কাপুরকেও।

দীপাবলির আগে হরিয়ানায় পতৌদি রাজপ্রাসাদে উড়ে যান বলিউডের এই 'পাওয়ার কাপল'। মুম্বইতে না থেকে পতৌদিতেই তাঁরা দীপাবলি পালন করেন। একেবারে ঘরোয়াভাবেই দীপাবলি পালন করেন সইফ, করিনা।

আরও পড়ুন: Nusrat Jahan: মায়ের আঁচলে জড়ানো, প্রকাশ্যে নুসরত পুত্র ঈশানের ছবি

সম্প্রতি নিজের হাতের কাজ শেষ করে করিনা এবং দুই ছেলেকে নিয়ে পতৌদি রাজপ্রাসাদে উড়ে যান। তৈমুরের জন্মদিনের পর সইফ, করিনাকে পতৌদিতে যেতে দেখা যায়নি। তবে দীপাবলি উপলক্ষ্যে নবাব, বেগমকে ফের নিজেদের পুরনো বাসভবনে ফিরে যেতে দেখা যায়।