রবিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী রশ্মিকা মন্দনার (Rashmika Mandanna) একটি আপত্তিকর ভিডিয়ো ঘুরছে। যেখানে অভিনেত্রীকে একটি কালো রঙের পোশাকে লিফটে প্রবেশ করতে দেখা গিয়েছে। সেই পোশাকে রশ্মিকার বক্ষবিভাজিকা বেজায় উন্মুক্ত। এই ধরনের পোশাকে আগে কখনও নায়িকাকে দেখেননি তাঁর অনুরাগীরা। তাই শুরু থেকেই ওই ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলছিলেন ভক্তরা। তবে ভিডিয়োর ওই মহিলা আদতে রশ্মিকা (Rashmika Mandanna) নন। কারসাজি করে নায়িকার মুখ বসানো হয়েছে ভিডিয়োর ওই মহিলার মুখে। কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই ধরেনের কাজ যে কী পরিমাণ সাংঘাতিক তা স্মরণ করালেন রশ্মিকা নিজেই।
আজ সোমবার টুইট করে অভিনেত্রী লেখেন, 'অনলাইনে ছড়িয়ে পড়া আমার ডিপফেক (এআই দ্বারা কারসাজি করে একজন ব্যক্তিকে অন্য এক ব্যক্তির চেহারা দেওয়া) ভিডিয়ো সম্বন্ধে কথা বলতে আমার খুবই খারাপ লাগছে। প্রযুক্তির অপব্যবহার করে এই ধরনের কাজ অত্যন্ত ভীতিকর। যা আমার সঙ্গে হয়েছে। আগামী দিনে আমাদের প্রত্যেকের সঙ্গেই হতে পারে। একজন মহিলা এবং একজন অভিনেতা হিসাবে আমার পরিবার, বন্ধুবান্ধব সকলেই আমার পাশে রয়েছে। কিন্তু আমার স্কুল কিংবা কলেজ জীবনে যদি এই ধরনের ঘটনা ঘটত, আমি সত্যিই জানি না তখন কীভাবে আমি তার মোকাবিলা করতাম'।
রশ্মিকার টুইট...
I feel really hurt to share this and have to talk about the deepfake video of me being spread online.
Something like this is honestly, extremely scary not only for me, but also for each one of us who today is vulnerable to so much harm because of how technology is being misused.…
— Rashmika Mandanna (@iamRashmika) November 6, 2023
কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে এই ধরনের কাজকে 'পরিচয় চুরি' বলে ব্যাখা দিয়েছেন রশ্মিকা। তিনি সকলকে সতর্ক করে আরও লিখেছেন, 'এই ধরনের পরিচয় চুরির দ্বারা প্রভাবিত হওয়ার আগে আমাদের একটি সম্প্রদায় হিসাবে একজোট হতে হবে এবং এর মোকাবিলা করতে হবে'।
রশ্মিকার ভুয়ো ভাইরাল ভিডিয়ো...
🚨 There is an urgent need for a legal and regulatory framework to deal with deepfake in India.
You might have seen this viral video of actress Rashmika Mandanna on Instagram. But wait, this is a deepfake video of Zara Patel.
This thread contains the actual video. (1/3) pic.twitter.com/SidP1Xa4sT
— Abhishek (@AbhishekSay) November 5, 2023
রশ্মিকার ভিডিয়োর (Rashmika Mandanna Deepfake Video) সত্যতা প্রকাশ্যে আসতেই বেজায় চটেছেন নেটবাসী। এমন কাজের পিছনে জড়িত থাকা অপরাধীদের শাস্তির দাবি তুলেছেন তাঁরা। এই কাণ্ড নিয়ে সরব হয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan)। ঘটনায় আইনি পদক্ষেপের দাবি জানিয়ে টুইটও করেছেন বিগ বি।