মুম্বই, ৪ অক্টোবর: দীপিকা (Deepika Padukone) তাঁর 'রানি'। তাই 'রানির' সঙ্গে তাঁর বিচ্ছেদের কোনও সম্ভাবনা নেই। সোমবার ফের এভাবেই বিচ্ছেদ বিতর্ক ওড়ালেন রণবীর সিং। রণবীর বলেন, তাঁর এবং দীপিকার বিচ্ছেদ হচ্ছে বলে যে খবর ছড়িয়েছে, তা ভুয়ো। জল্পনায় জল ঢেলে রণবীর (Ranveer Singh) সেখানেই দীপ্পিকে নিজের জীবনের রানি বলে উল্লেখ করেন।
সম্প্রতি দীপিকা পাড়ুতোনের সঙ্গে রণবীর সিংয়ের সম্পর্কে ভাটা পড়েছে বলে জোর গুঞ্জন শুরু হয়। এমনকী দীপিকার সঙ্গে তাঁর বিচ্ছেদ হচ্ছে বলেও খবর ছড়ায়। যা নিয়ে মুখ খোলেন রণবীর সিং।
আরও পড়ুন: Ranveer Singh - Deepika Padukone: দীপিকার সঙ্গে সম্পর্কে ভাঙন? জল্পনা কাটিয়ে মুখ খুললেন রণবীর
একটি সাক্ষাৎকারে হাজির হয়ে বিচ্ছেদের গুঞ্জনকে কার্যত খারিজ করে দেন রণবীর। সেই সঙ্গে তিনি আরও জানান, ২০১২ থেকে এ পর্যন্ত দীপিকার সঙ্গে তাঁর সম্পর্কের ১০ বছর উত্তীর্ণ। তাই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যে খবর ছড়াচ্ছে, তা একেবারেই সঠিক নয় বলে স্পষ্ট জানিয়ে দেন রণবীর সিং।