Mrs Chatterjee vs Norway Trailer (Photto Credits: YouTube)

মুম্বই, ২৩ ফেব্রুয়ারিঃ নিজের সন্তানের ভালো করে দেখভাল করতে পারছে না বাবা-মা, অভিযোগ তুলে দুই সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয় নরওয়ে সরকার। আর তারপরেই শুরু হয় নরওয়ে প্রশাসনের বিরুদ্ধে মিসেস চ্যাটার্জির লড়াই। নিজের সন্তানদের ফিরে পেতে জীবন লড়িয়ে দেবেন একজন মা। প্রশাসনকে হারিয়ে মিসেস চ্যাটার্জি কি ফিরে পাবেন তাঁর দুই সন্তানকে? বৃহস্পতিবার সামনে এল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র ট্রেলার (Mrs Chatterjee vs Norway Trailer)। ট্রেলার দেখে চোখের জল ধরে রাখা সত্যি মুশকিল। ছবিতে অভিনয় করেছেন রানি মুখার্জি (Rani Mukerji), অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), নীনা গুপ্তা (Neena Gupta) প্রমুখরা। ১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs Chatterjee vs Norway)।

চাকরি সূত্রে কলকাতার দম্পতি পাড়ি দিয়েছেন সুদূর নরওয়ে (Norway)। সেখানেই গড়ে তুলেছেন তাঁদের ছোট্ট পরিবার। স্বামী স্ত্রী এবং তাঁদের দুই ছোট সন্তান। হাসিখুশি পরিবারে হঠাৎই একদিন নেমে এল অন্ধকারের ছায়া। দুধের শিশুদের কেড়ে নিল নরওয়ে প্রশাসন। নিজের সন্তানদের রক্ষার্থে কীভাবে একজন ছাপোষা মা সমগ্র প্রশাসনের বিরুদ্ধে লড়বেন তাই নিয়েই ছবির বুনন। এক সত্য ঘটনাকে অবলম্বন করেই মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs Chatterjee vs Norway) ছবিটি তৈরি করেছেন পরিচালক আসিমা ছিব্বার।

 মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ট্রেলার, দেখুন...